Skip to content

কুরআন মজীদ সূরা মুযযামমিল আয়াত ১৮

Qur'an Surah Al-Muzzammil Verse 18

মুযযামমিল [৭৩]: ১৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

ۨالسَّمَاۤءُ مُنْفَطِرٌۢ بِهٖۗ كَانَ وَعْدُهٗ مَفْعُوْلًا (المزمل : ٧٣)

al-samāu
ٱلسَّمَآءُ
The heaven
আসমান
munfaṭirun
مُنفَطِرٌۢ
(will) break apart
বিদীর্ণ হবে
bihi
بِهِۦۚ
therefrom
এর সাথে
kāna
كَانَ
is
হবে
waʿduhu
وَعْدُهُۥ
His Promise
তার ওয়াদা
mafʿūlan
مَفْعُولًا
to be fulfilled
বাস্তবায়িত

Transliteration:

Assamaaa'u munfatirum bih; kaana wa'duhoo maf'oola (QS. al-Muzzammil:18)

English Sahih International:

The heaven will break apart therefrom; ever is His promise fulfilled. (QS. Al-Muzzammil, Ayah ১৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যার কারণে আকাশ ফেটে যাবে, আল্লাহর ওয়া‘দা পূর্ণ হয়ে যাবে। (মুযযামমিল, আয়াত ১৮)

Tafsir Ahsanul Bayaan

যেদিন আকাশ হবে বিদীর্ণ; [১] তাঁর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে। [২]

[১] এটা কিয়ামতের আর এক অবস্থা। সেদিনকার ভয়াবহতায় আসমান ফেটে যাবে।

[২] অর্থাৎ, আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর পর পুনর্জীবিত করা, হিসাব-নিকাশ এবং জান্নাত-জাহান্নামের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা অবশ্যই ঘটবে।

Tafsir Abu Bakr Zakaria

সে-দিন আসমান হবে বিদীর্ণ [১]। তাঁর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।

[১] এখানে به শব্দের অর্থ করা হয়েছে, فيه বা ‘সে দিন’ । তাছাড়া এর আরেকটি অর্থ হচ্ছে, بسببه বা ‘এর কারণে’ বা له বা ‘যে জন্য’। প্রতিটি অর্থই উদ্দেশ্য হতে পারে। তবে প্রথমটিই বিশুদ্ধ। অর্থাৎ সেদিনের ভয়াবহতা এমন যে, তাতে আসমান ফেটে চৌচির হয়ে যাবে। [কুরতুবী]

Tafsir Bayaan Foundation

যার কারণে আসমান হবে বিদীর্ণ, আল্লাহর ওয়াদা হবে বাস্তবায়িত।

Muhiuddin Khan

সেদিন আকাশ বিদীর্ণ হবে। তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।

Zohurul Hoque

আকাশ হবে বিদীর্ণ? তাঁর ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে।