Skip to content

কুরআন মজীদ সূরা মুযযামমিল আয়াত ১২

Qur'an Surah Al-Muzzammil Verse 12

মুযযামমিল [৭৩]: ১২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اِنَّ لَدَيْنَآ اَنْكَالًا وَّجَحِيْمًاۙ (المزمل : ٧٣)

inna
إِنَّ
Indeed
নিশ্চয়
ladaynā
لَدَيْنَآ
with Us
আমাদের কাছে আছে
ankālan
أَنكَالًا
(are) shackles
শৃংখল
wajaḥīman
وَجَحِيمًا
and burning fire
এবং প্রজ্বলিত আগুন

Transliteration:

Inna ladainaaa ankaalanw wa jaheemaa (QS. al-Muzzammil:12)

English Sahih International:

Indeed, with Us [for them] are shackles and burning fire. (QS. Al-Muzzammil, Ayah ১২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমার কাছে আছে শেকল আর দাউ দাউ করে জ্বলা আগুন, (মুযযামমিল, আয়াত ১২)

Tafsir Ahsanul Bayaan

আমার নিকট আছে শৃংখল, প্রজ্বলিত অগ্নি।

Tafsir Abu Bakr Zakaria

নিশ্চয় আমাদের কাছে আছে শৃংখলসমূহ ও প্রজ্বলিত আগুন,

Tafsir Bayaan Foundation

নিশ্চয় আমার নিকট রয়েছে শিকলসমূহ ও প্রজ্জ্বলিত আগুন।

Muhiuddin Khan

নিশ্চয় আমার কাছে আছে শিকল ও অগ্নিকুন্ড।

Zohurul Hoque

নিঃসন্দেহ আমাদের কাছে আছে ভারী শিকল ও জ্বলন্ত আগুন,