Skip to content

কুরআন মজীদ সূরা মুযযামমিল আয়াত ১

Qur'an Surah Al-Muzzammil Verse 1

মুযযামমিল [৭৩]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

يٰٓاَيُّهَا الْمُزَّمِّلُۙ (المزمل : ٧٣)

yāayyuhā
يَٰٓأَيُّهَا
O you
হে
l-muzamilu
ٱلْمُزَّمِّلُ
who wraps himself!
বস্ত্রাবৃত

Transliteration:

Yaw ayyuhal muzzammil (QS. al-Muzzammil:1)

English Sahih International:

O you who wraps himself [in clothing] (QS. Al-Muzzammil, Ayah ১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

ওহে চাদরে আবৃত (ব্যক্তি)! (মুযযামমিল, আয়াত ১)

Tafsir Ahsanul Bayaan

হে বস্ত্রাবৃত! [১]

[১] যখন এই আয়াতগুলি অবতীর্ণ হয় তখন নবী (সাঃ) চাদর গায়ে দিয়ে শুয়ে ছিলেন। আল্লাহ তাঁর এই অবস্থার চিত্র তুলে ধরে সম্বোধন করলেন। অর্থাৎ, এখন চাদর ছেড়ে দাও এবং রাতে সামান্য কিয়াম কর (জাগরণ কর); অর্থাৎ, তাহাজ্জুদের নামায পড়। বলা হয় যে, এই নির্দেশের ভিত্তিতে তাহাজ্জুদের নামায তাঁর উপর ওয়াজেব ছিল। (ইবনে কাসীর)

Tafsir Abu Bakr Zakaria

হে বস্ত্ৰাবৃত!

আয়াত সংখ্যাঃ ২০ আয়াত।

নাযিল হওয়ার স্থানঃ মক্কী।

রহমান, রহীম আল্লাহ্র নামে

Tafsir Bayaan Foundation

হে চাদর আবৃত!

Muhiuddin Khan

হে বস্ত্রাবৃত!

Zohurul Hoque

হে বস্ত্রাচ্ছাদনকারী!