Skip to content

কুরআন মজীদ সূরা আল জিন আয়াত ১৯

Qur'an Surah Al-Jinn Verse 19

আল জিন [৭২]: ১৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَّاَنَّهٗ لَمَّا قَامَ عَبْدُ اللّٰهِ يَدْعُوْهُ كَادُوْا يَكُوْنُوْنَ عَلَيْهِ لِبَدًاۗ ࣖ (الجن : ٧٢)

wa-annahu
وَأَنَّهُۥ
And that
এবং যে
lammā
لَمَّا
when
যখন
qāma
قَامَ
stood up
দাঁড়াল
ʿabdu
عَبْدُ
(the) slave
বান্দা
l-lahi
ٱللَّهِ
(of) Allah
আল্লাহর
yadʿūhu
يَدْعُوهُ
calling (upon) Him
তাঁকে ডাকতে
kādū
كَادُوا۟
they almost
করল (যেন)
yakūnūna
يَكُونُونَ
became
তারা উপক্রম
ʿalayhi
عَلَيْهِ
around him
তার উপর
libadan
لِبَدًا
a compacted mass
ঘিরে ধরার

Transliteration:

Wa annahoo lammaa qaama 'adul laahi yad'oohu kaadoo yakoonoona 'alaihi libadaa (QS. al-Jinn:19)

English Sahih International:

And that when the Servant [i.e., Prophet] of Allah stood up supplicating Him, they almost became about him a compacted mass." (QS. Al-Jinn, Ayah ১৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আরো এই যে, যখন আল্লাহর বান্দা [রসূলুল্লাহ (সা.)] যখন তাঁকে আহবান করার জন্য দাঁড়াল তখন তারা (অর্থাৎ কাফিররা) তার চারপাশে ভিড় জমাল। (আল জিন, আয়াত ১৯)

Tafsir Ahsanul Bayaan

আর এই যে, যখন আল্লাহর দাস তাঁকে ডাকবার জন্য দন্ডায়মান হল, তখন তারা তার নিকট ভিড় জমাল। [১]

[১] عَبْدُ اللهِ (আল্লাহর বান্দা বা দাস) বলতে রসূল (সাঃ)-কে বুঝানো হয়েছে। আর এর অর্থ হল, মানুষ ও জ্বিন মিলিত হয়ে আল্লাহর জ্যোতিকে ফুঁ দিয়ে নিভিয়ে দিতে চায়। এর আরো অর্থ বর্ণিত হয়েছে, কিন্তু ইমাম ইবনে কাসীরের নিকট এই অর্থই প্রাধান্য পেয়েছে।

Tafsir Abu Bakr Zakaria

আর নিশ্চয় যখন আল্লাহ্র বান্দা [১] তাঁকে ডাকার জন্য দাঁড়াল, তখন তারা তার কাছে ভিড় জমাল।

[১] এখানে ‘আল্লাহর বান্দা’ বলতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে। [সা‘দী]

Tafsir Bayaan Foundation

আর নিশ্চয় আল্লাহর বান্দা* যখন তাঁকে ডাকার জন্য দাঁড়াল, তখন তারা** তার নিকট ভিড় জমাল।

*রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। **কাফিরগণ।

Muhiuddin Khan

আর যখন আল্লাহ তা’আলার বান্দা তাঁকে ডাকার জন্যে দন্ডায়মান হল, তখন অনেক জিন তার কাছে ভিড় জমাল।

Zohurul Hoque

আর এই যে যখন আল্লাহ্‌র বান্দা তাঁকে আহ্বান করতে দাঁড়িয়েছিলেন তখন তারা চেয়েছিল তাঁর চারিদিকে ভিড় করতে।