কুরআন মজীদ সূরা নূহ আয়াত ২৮
Qur'an Surah Nuh Verse 28
নূহ [৭১]: ২৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
رَبِّ اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِۗ وَلَا تَزِدِ الظّٰلِمِيْنَ اِلَّا تَبَارًا ࣖ (نوح : ٧١)
- rabbi
- رَّبِّ
- My Lord!
- হে আমার রব
- igh'fir
- ٱغْفِرْ
- Forgive
- মাফ করুন
- lī
- لِى
- me
- আমাকে
- waliwālidayya
- وَلِوَٰلِدَىَّ
- and my parents
- ও আমার পিতা-মাতাকে
- waliman
- وَلِمَن
- and whoever
- ও যে (তার) জন্য
- dakhala
- دَخَلَ
- enters
- প্রবেশ করেছে
- baytiya
- بَيْتِىَ
- my house -
- আমার ঘরে
- mu'minan
- مُؤْمِنًا
- a believer
- মু'মিন রূপে
- walil'mu'minīna
- وَلِلْمُؤْمِنِينَ
- and believing men
- এবং মু'মিনপুরুষদের জন্যে
- wal-mu'mināti
- وَٱلْمُؤْمِنَٰتِ
- and believing women
- মুমিন স্ত্রীলোকদের
- walā
- وَلَا
- And (do) not
- এবং না
- tazidi
- تَزِدِ
- increase
- বাড়াবেন
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- the wrongdoers
- জালেমদের অন্যকিছু
- illā
- إِلَّا
- except
- ছাড়া
- tabāran
- تَبَارًۢا
- (in) destruction"
- ধ্বংস"
Transliteration:
Rabbigh fir lee wa liwaa lidaiya wa liman dakhala baitiya mu'minanw wa lil mu'mineena wal mu'minaati wa laa tazidiz zaalimeena illaa tabaaraa(QS. Nūḥ:28)
English Sahih International:
My Lord, forgive me and my parents and whoever enters my house a believer and the believing men and believing women. And do not increase the wrongdoers except in destruction." (QS. Nuh, Ayah ২৮)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
হে আমার রব্ব! তুমি ক্ষমা কর আমাকে, আমার পিতামাতাকে যারা আমার গৃহে মু’মিন হয়ে প্রবেশ করে তাদেরকে আর মু’মিন পুরুষ ও মু’মিন নারীদেরকে; আর যালিমদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না।’ (নূহ, আয়াত ২৮)
Tafsir Ahsanul Bayaan
হে আমার প্রতিপালক! তুমি ক্ষমা কর আমাকে, আমার পিতা-মাতাকে এবং যারা বিশ্বাসী হয়ে আমার গৃহে প্রবেশ করেছে তাদেরকে এবং বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে।[১] আর অনাচারীদের শুধু ধ্বংসই বৃদ্ধি কর।’ [২]
[১] কাফেরদের জন্য বদ্দুআ করার পর তিনি নিজের জন্য এবং মু'মিনদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন।
[২] এই বদ্দুআ হল কিয়ামত পর্যন্ত আগত সমস্ত যালেমদের জন্য। যেমন উল্লিখিত দু'আ সমস্ত মু'মিন পুরুষ এবং সমস্ত মু'মিন মহিলাদের জন্য।
Tafsir Abu Bakr Zakaria
‘হে আমার রব! আপনি ক্ষমা করুন আমাকে, আমার পিতামাতাকে এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে; আর যালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করুন।’
Tafsir Bayaan Foundation
‘হে আমার রব! আমাকে, আমার পিতা-মাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী-পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি যালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না।’
Muhiuddin Khan
হে আমার পালনকর্তা! আপনি আমাকে, আমার পিতা-মাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে-তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং যালেমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন।
Zohurul Hoque
''আমার প্রভূ! আমাকে পরিত্রাণ করো, আর আমার পিতামাতাকে, আর যে কেউ আমার ঘরে বিশ্বাসী হয়ে প্রবেশ করে তাকে, আর বিশ্বাসীপুরুষদের ও বিশ্বাসিনীদের। আর অন্যায়াচারীদের আর কিছু বাড়িয়ো না নিপাত হওয়া ব্যতীত।’’