Skip to content

কুরআন মজীদ সূরা নূহ আয়াত ২৭

Qur'an Surah Nuh Verse 27

নূহ [৭১]: ২৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اِنَّكَ اِنْ تَذَرْهُمْ يُضِلُّوْا عِبَادَكَ وَلَا يَلِدُوْٓا اِلَّا فَاجِرًا كَفَّارًا (نوح : ٧١)

innaka
إِنَّكَ
Indeed You
আপনি নিশ্চয়
in
إِن
if
যদি
tadharhum
تَذَرْهُمْ
You leave them
তাদের ছাড়েন
yuḍillū
يُضِلُّوا۟
they will mislead
তারা গোমরাহ করবে
ʿibādaka
عِبَادَكَ
Your slaves
আপনার বান্দাদেরকে
walā
وَلَا
and not
এবং না
yalidū
يَلِدُوٓا۟
they will beget
তারা জন্ম দেবে
illā
إِلَّا
except
ছাড়া
fājiran
فَاجِرًا
a wicked
পাপাচারী
kaffāran
كَفَّارًا
a disbeliever
কট্টর কাফির

Transliteration:

Innaka in tazarhum yudil loo 'ibaadaka wa laa yalidooo illaa faajiran kaffaaraa (QS. Nūḥ:27)

English Sahih International:

Indeed, if You leave them, they will mislead Your servants and not beget except [every] wicked one and [confirmed] disbeliever. (QS. Nuh, Ayah ২৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তুমি যদি তাদেরকে রেহাই দাও, তাহলে তারা তোমার বান্দাহদেরকে গুমরাহ করে দেবে আর কেবল পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে। (নূহ, আয়াত ২৭)

Tafsir Ahsanul Bayaan

তুমি তাদেরকে অবশিষ্ট রাখলে তারা নিশ্চয় তোমার দাসদেরকে বিভ্রান্ত করবে এবং কেবল দুষ্কৃতিকারী ও অবিশ্বাসীই জন্ম দিতে থাকবে।

Tafsir Abu Bakr Zakaria

‘আপনি তাদেরকে অব্যাহতি দিলে তারা আপনার বান্দাদেরকে বিভ্ৰান্ত করবে এবং জন্ম দিতে থাকবে শুধু দুস্কৃতিকারী ও কাফির।

Tafsir Bayaan Foundation

‘আপনি যদি তাদেরকে অবশিষ্ট রাখেন তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং দুরাচারী ও কাফির ছাড়া অন্য কারো জন্ম দেবে না’।

Muhiuddin Khan

যদি আপনি তাদেরকে রেহাই দেন, তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী, কাফের।

Zohurul Hoque

''কেননা তুমি যদি তাদের অব্যাহতি দাও তাহলে তারা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে, আর তারা দুষ্কৃতিকারী বেঈমানদের ব্যতীত আর কারোর জন্ম দেবে না।