কুরআন মজীদ সূরা নূহ আয়াত ১৫
Qur'an Surah Nuh Verse 15
নূহ [৭১]: ১৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللّٰهُ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًاۙ (نوح : ٧١)
- alam
- أَلَمْ
- Do not
- নাই কি
- taraw
- تَرَوْا۟
- you see
- তোমরা দেখ
- kayfa
- كَيْفَ
- how
- কেমনে
- khalaqa
- خَلَقَ
- did create
- সৃষ্টি করেছেন
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- আল্লাহ
- sabʿa
- سَبْعَ
- (the) seven
- সাত
- samāwātin
- سَمَٰوَٰتٍ
- heavens
- আসমান
- ṭibāqan
- طِبَاقًا
- (in) layers
- স্তরে স্তরে
Transliteration:
Alam taraw kaifa khalaqal laahu sab'a samaawaatin tibaaqaa(QS. Nūḥ:15)
English Sahih International:
Do you not consider how Allah has created seven heavens in layers (QS. Nuh, Ayah ১৫)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তোমরা কি দেখ না, কীভাবে আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন একের উপরে আরেকটিকে (স্থাপন করে)? (নূহ, আয়াত ১৫)
Tafsir Ahsanul Bayaan
তোমরা লক্ষ্য করনি, আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন স্তরে স্তরে বিন্যস্ত সপ্ত আকাশকে? [১]
[১] যা প্রমাণ করে যে, তিনি মহাশক্তির অধিকারী ও সুদক্ষ কারিগর। আর এ কথাও প্রমাণ করে যে, তিনিই একমাত্র ইবাদতের যোগ্য।
Tafsir Abu Bakr Zakaria
‘তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ্ কিভাবে সৃষ্টি করেছেন সাত আসমান স্তরে স্তরে বিন্যস্ত করে?
Tafsir Bayaan Foundation
‘তোমরা কি লক্ষ্য কর না যে, কীভাবে আল্লাহ স্তরে স্তরে সপ্তাকাশ সৃষ্টি করেছেন’?
Muhiuddin Khan
তোমরা কি লক্ষ্য কর না যে, আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন।
Zohurul Hoque
''তোমরা কি লক্ষ্য কর নি কিভাবে আল্লাহ্ সাত আসমানকে সৃষ্টি করেছেন সুবিন্যস্তভাবে,