কুরআন মজীদ সূরা আল মা'আরিজ আয়াত ৯
Qur'an Surah Al-Ma'arij Verse 9
আল মা'আরিজ [৭০]: ৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِۙ (المعارج : ٧٠)
- watakūnu
- وَتَكُونُ
- And will be
- এবং হবে
- l-jibālu
- ٱلْجِبَالُ
- the mountains
- পর্বতসমূহ
- kal-ʿih'ni
- كَٱلْعِهْنِ
- like wool
- রঙিন পশমের মত,
Transliteration:
Wa takoonul jibaalu kal'ihn(QS. al-Maʿārij:9)
English Sahih International:
And the mountains will be like wool, (QS. Al-Ma'arij, Ayah ৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর পাহাড়গুলো হবে রঙ্গীণ পশমের মত, (আল মা'আরিজ, আয়াত ৯)
Tafsir Ahsanul Bayaan
এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত। [১]
[১] অর্থাৎ, ধূনিত রঙিন তুলোর মত। যেমন, সূরা ক্বারিআহতে আছে। {كَالْعِهْنِ الْمَنْفُوْش}
Tafsir Abu Bakr Zakaria
এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত,
Tafsir Bayaan Foundation
এবং পর্বতসমূহ হয়ে যাবে রঙিন পশমের ন্যায়।
Muhiuddin Khan
এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত,
Zohurul Hoque
আর পাহাড়গুলো হবে উলের মতো,