কুরআন মজীদ সূরা আল মা'আরিজ আয়াত ৫
Qur'an Surah Al-Ma'arij Verse 5
আল মা'আরিজ [৭০]: ৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فَاصْبِرْ صَبْرًا جَمِيْلًا (المعارج : ٧٠)
- fa-iṣ'bir
- فَٱصْبِرْ
- So be patient
- সুতরাং, ধৈর্য ধরুন
- ṣabran
- صَبْرًا
- a patience
- ধৈর্য
- jamīlan
- جَمِيلًا
- good
- উত্তম
Transliteration:
Fasbir ssabran jameelaa(QS. al-Maʿārij:5)
English Sahih International:
So be patient with gracious patience. (QS. Al-Ma'arij, Ayah ৫)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সুতরাং (হে নবী!) ধৈর্য ধর- সুন্দর সৌজন্যমূলক ধৈর্য। (আল মা'আরিজ, আয়াত ৫)
Tafsir Ahsanul Bayaan
সুতরাং তুমি ধৈর্যধারণ কর পরম ধৈর্য।
Tafsir Abu Bakr Zakaria
কাজেই আপনি ধৈর্য ধারণ করুন পরম ধৈৰ্য।
Tafsir Bayaan Foundation
অতএব তুমি উত্তমরূপে ধৈর্যধারণ কর।
Muhiuddin Khan
অতএব, আপনি উত্তম সবর করুন।
Zohurul Hoque
অতএব তুমি অধ্যবসায় চালিয়ে যাও এক সুমহান ধৈর্যধারণে।