কুরআন মজীদ সূরা আল মা'আরিজ আয়াত ৪১
Qur'an Surah Al-Ma'arij Verse 41
আল মা'আরিজ [৭০]: ৪১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
عَلٰٓى اَنْ نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْۙ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَ (المعارج : ٧٠)
- ʿalā
- عَلَىٰٓ
- To
- উপর
- an
- أَن
- that
- যে
- nubaddila
- نُّبَدِّلَ
- We replace
- বদলাব
- khayran
- خَيْرًا
- (with) better
- আমরা
- min'hum
- مِّنْهُمْ
- than them;
- তাদের চেয়ে
- wamā
- وَمَا
- and not
- এবং না
- naḥnu
- نَحْنُ
- We
- আমাদের
- bimasbūqīna
- بِمَسْبُوقِينَ
- (are) to be outrun
- অতিক্রমকারী
Transliteration:
'Alaaa an nubaddila khairam minhum wa maa Nahnu bimasbooqeen(QS. al-Maʿārij:41)
English Sahih International:
To replace them with better than them; and We are not to be outdone. (QS. Al-Ma'arij, Ayah ৪১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তাদের পরিবর্তে তাদের চেয়ে উৎকৃষ্ট মানুষ বানাতে, আমাকে পরাস্ত করবে এমন কেউ নেই। (আল মা'আরিজ, আয়াত ৪১)
Tafsir Ahsanul Bayaan
তাদের অপেক্ষা উৎকৃষ্টতর (সৃষ্টি)কে তাদের স্থলবর্তী করতে[১] এবং এতে আমি অক্ষম নই।[২]
[১] অর্থাৎ, এদেরকে শেষ করে এক নতুন সৃষ্টি আবাদ করার সম্পূর্ণ শক্তি আমি রাখি।
[২] এটাই যদি প্রকৃত ব্যাপার হয়, তবে কিয়ামতের দিন তাদেরকে পুনর্জীবিত করে উঠানোর শক্তি আমি কি রাখি না?
Tafsir Abu Bakr Zakaria
তাদের চেয়ে উৎকৃষ্টদেরকে তাদের স্থলবর্তী করতে এবং এতে আমরা অক্ষম নই।
Tafsir Bayaan Foundation
তাদের চাইতে উত্তমদেরকে তাদের স্থলে নিয়ে আসতে এবং আমি অক্ষম নই।
Muhiuddin Khan
তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয়।
Zohurul Hoque
যে আমরা তাদের চেয়ে ভালোদের দিয়ে বদলে দেব, আর আমরা পরাজিত হবার নই।