কুরআন মজীদ সূরা আল মা'আরিজ আয়াত ৪০
Qur'an Surah Al-Ma'arij Verse 40
আল মা'আরিজ [৭০]: ৪০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فَلَآ اُقْسِمُ بِرَبِّ الْمَشَارِقِ وَالْمَغٰرِبِ اِنَّا لَقٰدِرُوْنَۙ (المعارج : ٧٠)
- falā
- فَلَآ
- But nay!
- অতএব, না
- uq'simu
- أُقْسِمُ
- I swear
- আমি কসম করছি যে
- birabbi
- بِرَبِّ
- by (the) Lord
- রবের
- l-mashāriqi
- ٱلْمَشَٰرِقِ
- (of) the rising
- উদয়স্থল
- wal-maghāribi
- وَٱلْمَغَٰرِبِ
- and the settings
- ও অস্তাচলসমূহের
- innā
- إِنَّا
- that We
- নিশ্চয় আমরা
- laqādirūna
- لَقَٰدِرُونَ
- (are) surely Able
- সক্ষম
Transliteration:
Falaaa uqsimu bi Rabbil mashaariqi wal maghaaribi innaa laqaadiroon(QS. al-Maʿārij:40)
English Sahih International:
So I swear by the Lord of [all] risings and settings that indeed We are able (QS. Al-Ma'arij, Ayah ৪০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আমি শপথ করছি উদয়স্থানসমূহের ও অস্তাচলসমূহের রব্বের-আমি অবশ্যই সক্ষম, (আল মা'আরিজ, আয়াত ৪০)
Tafsir Ahsanul Bayaan
আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচল-সমূহের[১] অধিকর্তার! নিশ্চয়ই আমি সক্ষম--
[১] প্রতিদিন সূর্য পূর্বের ভিন্ন ভিন্ন স্থান থেকে উদয় হয় এবং তা পশ্চিমে ভিন্ন ভিন্ন স্থানে অস্ত যায়। এই হিসাবে উদয়াচলও অনেক এবং অস্তাচলও। বিস্তারিত জানার জন্য সূরা 'সাফফাত ৩৭;৫ নং আয়াত দ্রষ্টব্য।
Tafsir Abu Bakr Zakaria
অতএব আমি শপথ করছি উদয়াচলসমূহ এবং অস্তাচলসমূহের রবের – অবশ্যই আমরা সক্ষম [১]
[১] এখানে মহান আল্লাহ নিজেই নিজের সত্তার শপথ করেছেন। “উদয়াচলসমূহ ও অস্তাচলসমূহ” এ শব্দ ব্যবহারের কারণ হলো, গোটা বছরের আবর্তন কালে সূর্য প্রতিদিনই একটি নতুন কোণ থেকে উদিত হয় এবং একটি নতুন কোণে অস্ত যায়। তাছাড়াও ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে সূর্য ভিন্ন ভিন্ন সময়ে ক্রমাগত উদিত ও অস্তমিত হতে থাকে। এ হিসেবে সূর্যের উদয় হওয়ার ও অস্ত যাওয়ার স্থান একটি নয়, অনেক। আরেক হিসেবে উত্তর ও দক্ষিণ দিকের তুলনায় একটি দিক হলো পুর্ব এবং আরেকটি দিক হলো পশ্চিম। তাই কোন কোন আয়াতে مشرق ও مغرب শব্দ একবচন ব্যবহৃত হয়েছে। [সূরা আশ- শু‘আরা; ২৮, ও সূরা আল-মুয্যাম্মিল; ১৯] আরেক বিচারে পৃথিবীর দু‘টি উদয়াচল এবং দু‘টি অস্তাচল আছে। কারণ পৃথিবীর এক গোলার্ধে যখন সূর্য অস্ত যায় তখন অপর গোলার্ধে উদিত হয়। এ কারণে কোন কোন আয়াতে বলা হয়েছে مشرقين ও مغربين [সূরা আর-রাহমান; ১৭] [দেখুন; আদ্ওয়াউল বায়ান]
Tafsir Bayaan Foundation
অতএব, আমি উদয়স্থল ও অস্তাচলসমূহের রবের কসম করছি যে, আমি অবশ্যই সক্ষম!
Muhiuddin Khan
আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম!
Zohurul Hoque
কিন্তু না, আমি উদয়াচলের ও অস্তাচলের প্রভুর নামে শপথ করছি যে আমরা আলবৎ সমর্থ --