কুরআন মজীদ সূরা আল মা'আরিজ আয়াত ৩৭
Qur'an Surah Al-Ma'arij Verse 37
আল মা'আরিজ [৭০]: ৩৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ عِزِيْنَ (المعارج : ٧٠)
- ʿani
- عَنِ
- On
- থেকে
- l-yamīni
- ٱلْيَمِينِ
- the right
- ডান দিক
- waʿani
- وَعَنِ
- and on
- ও থেকে
- l-shimāli
- ٱلشِّمَالِ
- the left
- বামদিক
- ʿizīna
- عِزِينَ
- (in) separate groups?
- দলে দলে
Transliteration:
'Anil yameeni wa 'anish shimaali 'izeen(QS. al-Maʿārij:37)
English Sahih International:
[To sit] on [your] right and [your] left in separate groups? (QS. Al-Ma'arij, Ayah ৩৭)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
ডান দিক আর বাম দিক থেকে দলে দলে, (আল মা'আরিজ, আয়াত ৩৭)
Tafsir Ahsanul Bayaan
ডান ও বাম দিক হতে দলে দলে? [১]
[১] এখানে নবী (সাঃ)-এর যুগের কাফেরদের কথা উল্লেখ হয়েছে। তারা রসূল (সাঃ)-এর মজলিসে দৌড়ে দৌড়ে আসত। কিন্তু তাঁর কথা শুনে আমল করার পরিবর্তে তাঁকে নিয়ে উপহাস করত এবং দলে দলে বিভক্ত হয়ে যেত। আর তারা দাবী করত যে, যদি মুসলিমরা জান্নাতে যায়, তাহলে আমরা তাদের পূর্বে জান্নাতে প্রবেশ করব। পরের আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের এই বাতিল ধারণার খন্ডন করেছেন।
Tafsir Abu Bakr Zakaria
ডান ও বাম দিক থেকে, দলে দলে।
Tafsir Bayaan Foundation
ডানে ও বামে দলে দলে?
Muhiuddin Khan
ডান ও বামদিক থেকে দলে দলে।
Zohurul Hoque
ডান দিক থেকে ও বাম দিক থেকে, দলেদলে?