কুরআন মজীদ সূরা আল মা'আরিজ আয়াত ২১
Qur'an Surah Al-Ma'arij Verse 21
আল মা'আরিজ [৭০]: ২১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَّاِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوْعًاۙ (المعارج : ٧٠)
- wa-idhā
- وَإِذَا
- And when
- এবং কখন
- massahu
- مَسَّهُ
- touches him
- তাকে স্পর্শ করে
- l-khayru
- ٱلْخَيْرُ
- the good
- কল্যাণ
- manūʿan
- مَنُوعًا
- withholding
- কৃপণ হয়
Transliteration:
Wa izaa massahul khairu manoo'aa(QS. al-Maʿārij:21)
English Sahih International:
And when good touches him, withholding [of it], (QS. Al-Ma'arij, Ayah ২১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
কল্যাণ তাকে স্পর্শ করলে সে হয়ে পড়ে অতি কৃপণ, (আল মা'আরিজ, আয়াত ২১)
Tafsir Ahsanul Bayaan
আর যখন তাকে কল্যাণ স্পর্শ করে, তখন সে হয় অতি কৃপণ।
Tafsir Abu Bakr Zakaria
আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে সে হয় অতি কৃপণ;
Tafsir Bayaan Foundation
আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিশয় কৃপণ।
Muhiuddin Khan
আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, তখন কৃপণ হয়ে যায়।
Zohurul Hoque
আর যখন সচ্ছলতা তাকে স্পর্শ করে তখন হাড়-কিপটে,