Skip to content

কুরআন মজীদ সূরা আল মা'আরিজ আয়াত ২০

Qur'an Surah Al-Ma'arij Verse 20

আল মা'আরিজ [৭০]: ২০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًاۙ (المعارج : ٧٠)

idhā
إِذَا
When
কখন
massahu
مَسَّهُ
touches him
তাকে স্পর্শ করে
l-sharu
ٱلشَّرُّ
the evil
মন্দ,
jazūʿan
جَزُوعًا
distressed
দুর্দশাগ্রস্ত.

Transliteration:

Izaa massahush sharru jazoo'aa (QS. al-Maʿārij:20)

English Sahih International:

When evil touches him, impatient, (QS. Al-Ma'arij, Ayah ২০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

বিপদ তাকে স্পর্শ করলে সে হয় উৎকণ্ঠিত, (আল মা'আরিজ, আয়াত ২০)

Tafsir Ahsanul Bayaan

যখন তাকে বিপদ স্পর্শ করে, তখন সে হয় হা-হুতাশকারী।

Tafsir Abu Bakr Zakaria

যখন বিপদ তাকে স্পর্শ করে সে হয় হা-হুতাশকারী।

Tafsir Bayaan Foundation

যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকন্ঠিত।

Muhiuddin Khan

যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সে হা-হুতাশ করে।

Zohurul Hoque

যখন খারাপ অবস্থা তাকে স্পর্শ করে তখন অতীব ব্যথাতুর,