কুরআন মজীদ সূরা আল মা'আরিজ আয়াত ২
Qur'an Surah Al-Ma'arij Verse 2
আল মা'আরিজ [৭০]: ২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
لِّلْكٰفِرِيْنَ لَيْسَ لَهٗ دَافِعٌۙ (المعارج : ٧٠)
- lil'kāfirīna
- لِّلْكَٰفِرِينَ
- To the disbelievers
- কাফিরদের উপর,
- laysa
- لَيْسَ
- not
- নেই
- lahu
- لَهُۥ
- of it
- তার
- dāfiʿun
- دَافِعٌ
- any preventer
- কোন প্রতিরোধকারী
Transliteration:
Lilkaafireen laisa lahoo daafi'(QS. al-Maʿārij:2)
English Sahih International:
To the disbelievers; of it there is no preventer. (QS. Al-Ma'arij, Ayah ২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
কাফিরদের জন্য তা প্রতিরোধ করার কেউ নেই (আল মা'আরিজ, আয়াত ২)
Tafsir Ahsanul Bayaan
অবিশ্বাসীদের জন্য, এটা প্রতিরোধ করবার কেউ নেই।
Tafsir Abu Bakr Zakaria
কাফিরদের জন্য, এটাকে প্রতিরোধ করার কেউ নেই [১]।
[১] এখানে কাফেরদের উপর আযাব আসার কিছু স্বরূপ বর্ণিত হয়েছে যে, এই আযাব কাফেরদের জন্যে দুনিয়াতে কিংবা আখেরাতে কিংবা উভয় জাহানে অবধারিত। একে প্রতিহত করার সাধ্য কারও নেই। এ আযাব আল্লাহ্ তা‘আলার পক্ষ থেকে আসবে যিনি অবস্থান, সম্মান ও ক্ষমতা সর্বদিক থেকেই সবার উপরে। [সা‘দী]
Tafsir Bayaan Foundation
কাফিরদের উপর, যার কোন প্রতিরোধকারী নেই।
Muhiuddin Khan
কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই।
Zohurul Hoque
অবিশ্বাসীদের জন্য, এর প্রতিরোধকারী কেউ নেই --