কুরআন মজীদ সূরা আল মা'আরিজ আয়াত ১৬
Qur'an Surah Al-Ma'arij Verse 16
আল মা'আরিজ [৭০]: ১৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
نَزَّاعَةً لِّلشَّوٰىۚ (المعارج : ٧٠)
- nazzāʿatan
- نَزَّاعَةً
- A remover
- লেহনকারী
- lilshawā
- لِّلشَّوَىٰ
- of the skin of the head
- চামড়াকে
Transliteration:
Nazzaa'atal lishshawaa(QS. al-Maʿārij:16)
English Sahih International:
A remover of exteriors. (QS. Al-Ma'arij, Ayah ১৬)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যা চামড়া তুলে দিবে, (আল মা'আরিজ, আয়াত ১৬)
Tafsir Ahsanul Bayaan
যা দেহ হতে চামড়া খসিয়ে দেবে। [১]
[১] অর্থাৎ, গোশত এবং চামড়াকে জ্বালিয়ে ছাই করে দিবে এবং মানুষ কেবল অস্থির কঙ্কালসার হয়ে অবশিষ্ট থাকবে।
Tafsir Abu Bakr Zakaria
যা মাথার চামড়া খসিয়ে দেবে [১]।
[১] لظى শব্দের অর্থ অগ্নির লেলিহান শিখা। شوى শব্দটি شواة এর বহুবচন। অর্থ মাথার চামড়া। এর আরেকটি অর্থ হতে পারে, অঙ্গ-প্রত্যঙ্গ। অর্থাৎ জাহান্নামের অগ্নি একটি প্ৰজ্বলিত অগ্নিশিখা, যা মস্তিস্ক বা হাত পায়ের চামড়া খুলে ফেলবে। [ইবন কাসীর, মুয়াসসার]
Tafsir Bayaan Foundation
যা মাথার চামড়া খসিয়ে নেবে।
Muhiuddin Khan
যা চামড়া তুলে দিবে।
Zohurul Hoque
চামড়া ঝলসিয়ে খসাতে উদগ্রীব, --