Skip to content

কুরআন মজীদ সূরা আল মা'আরিজ আয়াত ১২

Qur'an Surah Al-Ma'arij Verse 12

আল মা'আরিজ [৭০]: ১২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَصَاحِبَتِهٖ وَاَخِيْهِۙ (المعارج : ٧٠)

waṣāḥibatihi
وَصَٰحِبَتِهِۦ
And his spouse
এবং তার স্ত্রী
wa-akhīhi
وَأَخِيهِ
and his brother
এবং তার ভাই,

Transliteration:

Wa saahibatihee wa akheeh (QS. al-Maʿārij:12)

English Sahih International:

And his wife and his brother (QS. Al-Ma'arij, Ayah ১২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তার স্ত্রী ও ভাইকে, (আল মা'আরিজ, আয়াত ১২)

Tafsir Ahsanul Bayaan

তার স্ত্রী ও ভাইকে।

Tafsir Abu Bakr Zakaria

আর তার স্ত্রী ও ভাইকে,

Tafsir Bayaan Foundation

আর তার স্ত্রী ও ভাইকে,

Muhiuddin Khan

তার স্ত্রীকে, তার ভ্রাতাকে,

Zohurul Hoque

আর তার সহধর্মিণীর ও তার ভাইয়ের,