Skip to content

কুরআন মজীদ সূরা আল মা'আরিজ আয়াত ১০

Qur'an Surah Al-Ma'arij Verse 10

আল মা'আরিজ [৭০]: ১০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَلَا يَسْـَٔلُ حَمِيْمٌ حَمِيْمًاۚ (المعارج : ٧٠)

walā
وَلَا
And not
এবং না
yasalu
يَسْـَٔلُ
will ask
জিজ্ঞাসা করবে
ḥamīmun
حَمِيمٌ
a friend
কোন বন্ধু
ḥamīman
حَمِيمًا
(of) a friend
বন্ধুকে

Transliteration:

Wa laa yas'alu hameemun hameemaa (QS. al-Maʿārij:10)

English Sahih International:

And no friend will ask [anything of] a friend, (QS. Al-Ma'arij, Ayah ১০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

বন্ধু বন্ধুর খবর নিবে না, (আল মা'আরিজ, আয়াত ১০)

Tafsir Ahsanul Bayaan

আর সুহৃদ সুহৃদের খবর নেবে না।

Tafsir Abu Bakr Zakaria

এবং সুহৃদ সুহৃদের খোঁজ নেবে না,

Tafsir Bayaan Foundation

আর অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসা করবে না।

Muhiuddin Khan

বন্ধু বন্ধুর খবর নিবে না।

Zohurul Hoque

আর কোনো অন্তরঙ্গ বন্ধু জিজ্ঞাসাবাদ করবে না অন্তরঙ্গ বন্ধু সন্বন্ধে --