কুরআন মজীদ সূরা আল আ'রাফ আয়াত ৫
Qur'an Surah Al-A'raf Verse 5
আল আ'রাফ [৭]: ৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فَمَا كَانَ دَعْوٰىهُمْ اِذْ جَاۤءَهُمْ بَأْسُنَآ اِلَّآ اَنْ قَالُوْٓا اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ (الأعراف : ٧)
- famā
- فَمَا
- Then not
- অতঃপর না
- kāna
- كَانَ
- was
- ছিলো
- daʿwāhum
- دَعْوَىٰهُمْ
- their plea
- দাবি তাদের(কথা)
- idh
- إِذْ
- when
- যখন
- jāahum
- جَآءَهُم
- came to them
- তাদের (কাছে) এসেছিলো
- basunā
- بَأْسُنَآ
- Our punishment
- শাস্তি আমাদের
- illā
- إِلَّآ
- except
- এ ছাড়া
- an
- أَن
- that
- যে
- qālū
- قَالُوٓا۟
- they said
- তারা বলেছিলো
- innā
- إِنَّا
- "Indeed we
- "নিশ্চয়ই আমরা
- kunnā
- كُنَّا
- were
- আমরা ছিলাম
- ẓālimīna
- ظَٰلِمِينَ
- wrongdoers"
- সীমালঙ্ঘনকারী"
Transliteration:
Famaa kaana da'waahum iz jaaa'ahum baasunaa illaaa an qaalooo innaa kunnaa zaalimeen(QS. al-ʾAʿrāf:5)
English Sahih International:
And their declaration when Our punishment came to them was only that they said, "Indeed, we were wrongdoers!" (QS. Al-A'raf, Ayah ৫)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আমার শাস্তি যখন তাদের উপর এসেছিল তখন এ কথা বলা ছাড়া তারা আর কোন ধ্বনি উচ্চারণ করতে পারেনি যে, ‘‘অবশ্যই আমরা যালিম ছিলাম’’। (আল আ'রাফ, আয়াত ৫)
Tafsir Ahsanul Bayaan
যখন আমার শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল, তখন তাদের কথা শুধু এটিই ছিল যে, নিশ্চয় আমরা সীমালংঘন করেছি। [১]
[১] কিন্তু আযাব এসে যাওয়ার পর এই ধরনের স্বীকারোক্তির কোনই লাভ নেই। যেমন, পূর্বেও এ কথা উল্লিখিত হয়েছে।{فَلَمْ يَكُ يَنْفَعُهُمْ إِيمَانُهُمْ لَمَّا رَأَوْا بَأْسَنَا} অর্থাৎ, যখন তারা আমার শাস্তি প্রত্যক্ষ করল, তখন তাদের ঈমান কোন উপকারে আসল না। (সূরা মু'মিন ৪০;৮৫)
Tafsir Abu Bakr Zakaria
অতঃপর যখন আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল, তখন তাদের দাবী শুধু এই ছিল যে, তারা বলল, “নিশ্চয় আমরা যালিম ছিলাম [১]।
[১] অন্য আয়াতেও আল্লাহ তা'আলা তাদের এ অবস্থার কথা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, “আর আমরা ধ্বংস করেছি বহু জনপদ, যার অধিবাসীরা ছিল যালেম এবং তাদের পরে সৃষ্টি করেছি অন্য জাতি। তারপর যখন তারা আমাদের শাস্তি টের পেল তখনই তারা সেখান থেকে পালাতে লাগল। ‘পালিয়ে যেও না এবং ফিরে এসো যেখানে তোমরা বিলাসিতায় মত্ত ছিলে ও তোমাদের আবাসগৃহে, যাতে এ বিষয়ে তোমাদেরকে জিজ্ঞেস করা হয় " [সূরা আল-আম্বিয়া ১১-১৩]
Tafsir Bayaan Foundation
সুতরাং যখন তাদের নিকট আমার আযাব এসেছে, তখন তাদের দাবী কেবল এই ছিল যে, তারা বলল, ‘নিশ্চয় আমরা যালিম ছিলাম’।
Muhiuddin Khan
অনন্তর যখন তাদের কাছে আমার আযাব উপস্থিত হয়, তখন তাদের কথা এই ছিল যে, তারা বললঃ নিশ্চয় আমরা অত্যাচারী ছিলাম।
Zohurul Hoque
কাজেই তাদের কাছে যখন আমাদের শাস্তি এসে পড়েছিল তখন তাদের অজুহাত আর কিছু ছিল না এই বলা ছাড়া -- ''নিঃসন্দেহ আমরা ছিলাম অন্যায়কারী।’’