Skip to content

কুরআন মজীদ সূরা আল আ'রাফ আয়াত ১৪০

Qur'an Surah Al-A'raf Verse 140

আল আ'রাফ [৭]: ১৪০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالَ اَغَيْرَ اللّٰهِ اَبْغِيْكُمْ اِلٰهًا وَّهُوَ فَضَّلَكُمْ عَلَى الْعٰلَمِيْنَ (الأعراف : ٧)

qāla
قَالَ
He said
(মূসা) বললো
aghayra
أَغَيْرَ
"Should other than
"কি ছাড়া
l-lahi
ٱللَّهِ
Allah
আল্লাহ
abghīkum
أَبْغِيكُمْ
I seek for you
তোমাদের জন্যে আমি খুঁজে বেড়াবো
ilāhan
إِلَٰهًا
a god
(অন্য) ইলাহ
wahuwa
وَهُوَ
while He
অথচ তিনিই
faḍḍalakum
فَضَّلَكُمْ
has preferred you
শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোমাদের
ʿalā
عَلَى
over
উপর
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
the worlds?"
বিশ্বজগতের"

Transliteration:

Qaala a-ghairal laahi abgheekum ilaahanw wa Huwa faddalakum 'alal 'aalameen (QS. al-ʾAʿrāf:140)

English Sahih International:

He said, "Is it other than Allah I should desire for you as a god while He has preferred you over the worlds?" (QS. Al-A'raf, Ayah ১৪০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সে বলল, ‘আমি কি আল্লাহ ছাড়া তোমাদের জন্য অন্য ইলাহ খুঁজব অথচ তিনি তোমাদেরকে বিশ্বজগতের উপর প্রাধান্য দিয়েছেন?’ (আল আ'রাফ, আয়াত ১৪০)

Tafsir Ahsanul Bayaan

সে আরো বলল, ‘আমি কী আল্লাহকে ছেড়ে তোমাদের জন্য অন্য উপাস্য খুঁজব, অথচ তিনি তোমাদেরকে বিশ্ব জগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন?’ [১]

[১] যে মহান আল্লাহ তোমাদের উপর এত অনুগ্রহ করেছেন যে, সারা বিশ্বে তোমাদেরকে সম্মানিত করেছেন, তাঁকে ছেড়ে তোমাদের জন্য পাথর বা কাঠের তৈরী মূর্তি খুঁজে দেব? অর্থাৎ, এই অকৃতজ্ঞতা ও নিমকহারামির কাজ কেমন করে করতে পারি? পরবর্তী আয়াতে আল্লাহর আরো কিছু অনুগ্রহের কথা বর্ণনা হচ্ছে।

Tafsir Abu Bakr Zakaria

তিনি আরো বললেন, ‘আল্লাহ্‌ ছাড়া তোমাদের জন্য আমি কি অন্য ইলাহ খোঁজ করব অথচ তিনি তোমাদেরকে সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন?’

Tafsir Bayaan Foundation

সে বলল, ‘আল্লাহ ছাড়া আমি কি তোমাদের জন্য অন্য ইলাহ সন্ধান করব অথচ তিনি তোমাদেরকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন?’

Muhiuddin Khan

তিনি বললেন, তাহলে কি আল্লাহকে ছাড়া তোমাদের জন্য অন্য কোন উপাস্য অনুসন্ধান করব, অথচ তিনিই তোমাদিগকে সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব দান করেছেন।

Zohurul Hoque

তিনি বললেন -- ''আমি কি আল্লাহ্ ছাড়া তোমাদের জন্য অন্য উপাস্য খুঁজবো, অথচ তিনি তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন সমস্ত বিশ্বজগতের উপরে?’’