Skip to content

কুরআন মজীদ সূরা আল আ'রাফ আয়াত ১

Qur'an Surah Al-A'raf Verse 1

আল আ'রাফ [৭]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

الۤمّۤصۤ ۚ (الأعراف : ٧)

alif-lam-meem-sad
الٓمٓصٓ
Alif Laam Meem Saad
আলীফ-লাম-মীম-সাদ

Transliteration:

Alif-Laaam-Meeem-Saaad (QS. al-ʾAʿrāf:1)

English Sahih International:

Alif, Lam, Meem, Sad. (QS. Al-A'raf, Ayah ১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আলিফ, লাম, মীম, সাদ। (আল আ'রাফ, আয়াত ১)

Tafsir Ahsanul Bayaan

আলিফ লা-ম মী-ম স্বা-দ।

Tafsir Abu Bakr Zakaria

আলিফ, লাম, মীম, সাদ [১]।

সূরা সংক্রান্ত আলোচনাঃ

আয়াত সংখ্যাঃ ২০৬ আয়াত।

নাযিল হওয়ার স্থানঃ এ সূরা সর্বসম্মতভাবে মক্কী সূরা।

সূরার ফযীলতঃ হাদীসে এসেছে ,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে কেউ প্রথম সাতটি সূরা গ্রহণ করবে সে আলেম হিসেবে গণ্য হবে”। [মুসনাদে আহমাদ; ৬/৮৫, ৬/৯৬]

সূরার নামকরণঃ এ সূরার নাম আল-আ’রাফ। এ নামকরণ এ জন্যই করা হয়েছে যে, এ সূরার ৪৬ ও ৪৮ নং আয়াতদ্বয়ে আল-আ’রাফ শব্দটি উল্লেখ করা হয়েছে। এরূপ নামকরণের অর্থঃ এটা এমন একটি সূরা যাতে আ’রাফবাসীদের কথা উল্লেখ করা হয়েছে।

----------------

[১] এ হরফগুলোকে 'হুরুফে মুকাত্তা'আত' বলে। এ সম্পর্কে সূরা আল-বাকারার প্রথমে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Tafsir Bayaan Foundation

আলিফ-লাম-মীম-সাদ।

Muhiuddin Khan

আলিফ, লাম, মীম, ছোয়াদ।

Zohurul Hoque

আলিফ, লাম, মীম, স্বাদ।