Skip to content

কুরআন মজীদ সূরা আল হাক্বক্বাহ আয়াত ৫১

Qur'an Surah Al-Haqqah Verse 51

আল হাক্বক্বাহ [৬৯]: ৫১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَاِنَّهٗ لَحَقُّ الْيَقِيْنِ (الحاقة : ٦٩)

wa-innahu
وَإِنَّهُۥ
And indeed it (is)
ও নিশ্চয় তা
laḥaqqu
لَحَقُّ
surely (the) truth
অবশ্যই সত্য
l-yaqīni
ٱلْيَقِينِ
(of) certainty
সুনিশ্চিত

Transliteration:

Wa innahoo lahaqqul yaqeen (QS. al-Ḥāq̈q̈ah:51)

English Sahih International:

And indeed, it is the truth of certainty. (QS. Al-Haqqah, Ayah ৫১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এটা একেবারে নিশ্চিত সত্য। (আল হাক্বক্বাহ, আয়াত ৫১)

Tafsir Ahsanul Bayaan

অবশ্যই এটা নিশ্চিত সত্য; [১]

[১] অর্থাৎ, কুরআন মাজীদ যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা একেবারে সত্য। এতে সন্দেহের কোন অবকাশ নেই। অথবা কিয়ামতের ব্যাপারে যে খবর দেওয়া হচ্ছে, তাও হক ও সত্য।

Tafsir Abu Bakr Zakaria

আর নিশ্চয় এটা সুনিশ্চিত সত্য।

Tafsir Bayaan Foundation

আর নিশ্চয় এটি সুনিশ্চিত সত্য।

Muhiuddin Khan

নিশ্চয় এটা নিশ্চিত সত্য।

Zohurul Hoque

আর নিঃসন্দেহ এটি তো সুনিশ্চিত সত্য।