Skip to content

কুরআন মজীদ সূরা আল হাক্বক্বাহ আয়াত ৩১

Qur'an Surah Al-Haqqah Verse 31

আল হাক্বক্বাহ [৬৯]: ৩১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

ثُمَّ الْجَحِيْمَ صَلُّوْهُۙ (الحاقة : ٦٩)

thumma
ثُمَّ
Then
তারপর
l-jaḥīma
ٱلْجَحِيمَ
(into) the Hellfire
জাহান্নামে
ṣallūhu
صَلُّوهُ
burn him
অগ্নিদগ্ধ কর.

Transliteration:

Summal Jaheema sallooh (QS. al-Ḥāq̈q̈ah:31)

English Sahih International:

Then into Hellfire drive him. (QS. Al-Haqqah, Ayah ৩১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারপর ছুড়ে ফেল ওকে জাহান্নামে, (আল হাক্বক্বাহ, আয়াত ৩১)

Tafsir Ahsanul Bayaan

অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে। [১]

[১] এইভাবে মহান আল্লাহ জাহান্নামের ফিরিশতাকে আদেশ করবেন।

Tafsir Abu Bakr Zakaria

‘তারপর তোমরা তাকে জাহান্নামে প্ৰবেশ করিয়ে দগ্ধ কর।

Tafsir Bayaan Foundation

‘তারপর তাকে তোমরা নিক্ষেপ কর জাহান্নামে’।

Muhiuddin Khan

অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।

Zohurul Hoque

''তারপর জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করো,