Skip to content

কুরআন মজীদ সূরা আল হাক্বক্বাহ আয়াত ৩০

Qur'an Surah Al-Haqqah Verse 30

আল হাক্বক্বাহ [৬৯]: ৩০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

خُذُوْهُ فَغُلُّوْهُۙ (الحاقة : ٦٩)

khudhūhu
خُذُوهُ
"Seize him
"তাকে ধর
faghullūhu
فَغُلُّوهُ
and shackle him
তাকে বেড়ি অতংপর পরাও

Transliteration:

Khuzoohu faghullooh (QS. al-Ḥāq̈q̈ah:30)

English Sahih International:

[Allah will say], "Seize him and shackle him. (QS. Al-Haqqah, Ayah ৩০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(তখন নির্দেশ আসবে) ধর ওকে, ওর গলায় ফাঁস লাগিয়ে দাও, (আল হাক্বক্বাহ, আয়াত ৩০)

Tafsir Ahsanul Bayaan

(ফিরিশতাদেরকে বলা হবে,) ‘ওকে ধর। অতঃপর ওর গলদেশে বেড়ি পরিয়ে দাও।

Tafsir Abu Bakr Zakaria

ফেরেশ্তাদেরকে বলা হবে, ‘ধর তাকে, তার গলায় বেড়ী পরিয়ে দাও।

Tafsir Bayaan Foundation

(বলা হবে,) ‘তাকে ধর অতঃপর তাকে বেড়ি পরিয়ে দাও।’

Muhiuddin Khan

ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও,

Zohurul Hoque

''তাকে ধরো এবং তাকে বাঁধো,