কুরআন মজীদ সূরা আল হাক্বক্বাহ আয়াত ২৯
Qur'an Surah Al-Haqqah Verse 29
আল হাক্বক্বাহ [৬৯]: ২৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
هَلَكَ عَنِّيْ سُلْطٰنِيَهْۚ (الحاقة : ٦٩)
- halaka
- هَلَكَ
- Is gone
- বরবাদ হয়েছে
- ʿannī
- عَنِّى
- from me
- আমার থেকে
- sul'ṭāniyah
- سُلْطَٰنِيَهْ
- my authority"
- আমার ক্ষমতা"
Transliteration:
Halaka 'annee sultaaniyah(QS. al-Ḥāq̈q̈ah:29)
English Sahih International:
Gone from me is my authority." (QS. Al-Haqqah, Ayah ২৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আমার (সব) ক্ষমতা আধিপত্য নিঃশেষ হয়ে গেছে, (আল হাক্বক্বাহ, আয়াত ২৯)
Tafsir Ahsanul Bayaan
আমার ক্ষমতাও অপসৃত হয়েছে।’ [১]
[১] অর্থাৎ, যেমন আমার মাল আমার কোন উপকারে এল না, অনুরূপ উচ্চপদ, মর্যাদা, আধিপত্য ও রাজত্বও আমার কোন কাজে দিল না। আজ আমি একাই এখানে সাজা ভুগতে বাধ্য।
Tafsir Abu Bakr Zakaria
‘আমার ক্ষমতাও বিনষ্ট হয়েছে।’
Tafsir Bayaan Foundation
‘আমার ক্ষমতাও আমার থেকে চলে গেল!
Muhiuddin Khan
আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।
Zohurul Hoque
''আমার কর্তৃত্ব আমার থেকে বিনাশ হয়ে গেছে।’’