Skip to content

কুরআন মজীদ সূরা আল হাক্বক্বাহ আয়াত ২৮

Qur'an Surah Al-Haqqah Verse 28

আল হাক্বক্বাহ [৬৯]: ২৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

مَآ اَغْنٰى عَنِّيْ مَالِيَهْۚ (الحاقة : ٦٩)

مَآ
Not
না
aghnā
أَغْنَىٰ
has availed
কাজে আসল
ʿannī
عَنِّى
me
আমার জন্যে
māliyah
مَالِيَهْۜ
my wealth
আমার ধন-সম্পদ,

Transliteration:

Maaa aghnaa 'annee maaliyah (QS. al-Ḥāq̈q̈ah:28)

English Sahih International:

My wealth has not availed me. (QS. Al-Haqqah, Ayah ২৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমার ধন-সম্পদ আমার কোন কাজে আসল না, (আল হাক্বক্বাহ, আয়াত ২৮)

Tafsir Ahsanul Bayaan

আমার ধন-সম্পদ আমার কোন কাজেই এল না।

Tafsir Abu Bakr Zakaria

‘আমার ধন-সম্পদ আমার কোন কাজেই আসল না।

Tafsir Bayaan Foundation

‘আমার সম্পদ আমার কোন কাজেই আসল না!’

Muhiuddin Khan

আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না।

Zohurul Hoque

''আমার ধনসম্পদ আমার কোনো কাজে এল না;