Skip to content

কুরআন মজীদ সূরা আল হাক্বক্বাহ আয়াত ২৩

Qur'an Surah Al-Haqqah Verse 23

আল হাক্বক্বাহ [৬৯]: ২৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قُطُوْفُهَا دَانِيَةٌ (الحاقة : ٦٩)

quṭūfuhā
قُطُوفُهَا
Its clusters of fruits
তার ফলরাশি (থাকবে)
dāniyatun
دَانِيَةٌ
hanging near
নিকটে

Transliteration:

Qutoofuhaa daaniyah (QS. al-Ḥāq̈q̈ah:23)

English Sahih International:

Its [fruit] to be picked hanging near. (QS. Al-Haqqah, Ayah ২৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তার ফলসমূহ (ঝুলে থাকবে) নীচে-নাগালের মধ্যে। (আল হাক্বক্বাহ, আয়াত ২৩)

Tafsir Ahsanul Bayaan

যার ফলরাশি ঝুলে থাকবে নাগালের মধ্যে। [১]

[১] অর্থাৎ, তা একেবারে নিকটে হবে। অর্থাৎ, কেউ যদি শুয়ে শুয়েও ফল নিতে চায়, তাহলে সে তা নিতে পারবে। قُطُوْفٌ হল قِطْفٌ এর বহুবচন। অর্থ হল, চয়িত বা সংগৃহীত ফল।

Tafsir Abu Bakr Zakaria

যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে।

Tafsir Bayaan Foundation

তার ফলসমূহ নিকটবর্তী থাকবে।

Muhiuddin Khan

তার ফলসমূহ অবনমিত থাকবে।

Zohurul Hoque

যার ফলের থোকাগুলো নাগালের মধ্যে।