Skip to content

কুরআন মজীদ সূরা আল হাক্বক্বাহ আয়াত ২২

Qur'an Surah Al-Haqqah Verse 22

আল হাক্বক্বাহ [৬৯]: ২২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فِيْ جَنَّةٍ عَالِيَةٍۙ (الحاقة : ٦٩)

فِى
In
মধ্যে
jannatin
جَنَّةٍ
a Garden
জান্নাতের
ʿāliyatin
عَالِيَةٍ
elevated
সুউচ্চ

Transliteration:

Fee jannnatin 'aaliyah (QS. al-Ḥāq̈q̈ah:22)

English Sahih International:

In an elevated garden, (QS. Al-Haqqah, Ayah ২২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

উচ্চতম মর্যাদার জান্নাতে, (আল হাক্বক্বাহ, আয়াত ২২)

Tafsir Ahsanul Bayaan

সুউচ্চ জান্নাতে। [১]

[১] জান্নাতের বিভিন্ন স্তর হবে। প্রত্যেক স্তরের মাঝে বহু ব্যবধান থাকবে। যেমন, মুজাহিদদের ব্যাপারে নবী (সাঃ) বলেছেন, "জান্নাতে একশত স্তর আছে, যা আল্লাহ তাআলা তাঁর পথে মুজাহিদদের জন্য তৈরী করে রেখেছেন। দু'টি স্তরের মধ্যেকার ব্যবধান হল আসমান ও যমীনের দূরত্বের সমান।" (বুখারীঃ জিহাদ অধ্যায়, মুসলিমঃ ইমারাহ অধ্যায়)

Tafsir Abu Bakr Zakaria

সুউচ্চ জান্নাতে

Tafsir Bayaan Foundation

সুউচ্চ জান্নাতে,

Muhiuddin Khan

সুউচ্চ জান্নাতে।

Zohurul Hoque

এক উঁচু পর্যায়ের জান্নাতে,