Skip to content

কুরআন মজীদ সূরা আল হাক্বক্বাহ আয়াত ২১

Qur'an Surah Al-Haqqah Verse 21

আল হাক্বক্বাহ [৬৯]: ২১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَهُوَ فِيْ عِيْشَةٍ رَّاضِيَةٍۚ (الحاقة : ٦٩)

fahuwa
فَهُوَ
So he
সে অতংপর
فِى
(will be) in
মধ্যে হবে
ʿīshatin
عِيشَةٍ
a life
জীবনের
rāḍiyatin
رَّاضِيَةٍ
pleasant
সন্তোষজনক

Transliteration:

Fahuwa fee 'eeshatir raadiyah (QS. al-Ḥāq̈q̈ah:21)

English Sahih International:

So he will be in a pleasant life – (QS. Al-Haqqah, Ayah ২১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর সে আনন্দময় জীবন যাপন করবে, (আল হাক্বক্বাহ, আয়াত ২১)

Tafsir Ahsanul Bayaan

সুতরাং সে এক সন্তোষজনক জীবন লাভ করবে;

Tafsir Abu Bakr Zakaria

কাজেই সে যাপন করবে সন্তোষজনক জীবন;

Tafsir Bayaan Foundation

সুতরাং সে সন্তোষজনক জীবনে থাকবে।

Muhiuddin Khan

অতঃপর সে সুখী জীবন-যাপন করবে,

Zohurul Hoque

সুতরাং সে থাকবে এক পূর্ণ-সন্তোষজনক জীবনযাপনে --