Skip to content

কুরআন মজীদ সূরা আল হাক্বক্বাহ আয়াত ১৩

Qur'an Surah Al-Haqqah Verse 13

আল হাক্বক্বাহ [৬৯]: ১৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَاِذَا نُفِخَ فِى الصُّوْرِ نَفْخَةٌ وَّاحِدَةٌ ۙ (الحاقة : ٦٩)

fa-idhā
فَإِذَا
Then when
যখন অতঃপর
nufikha
نُفِخَ
is blown
ফুক দেয়া হবে
فِى
in
মধ্যে
l-ṣūri
ٱلصُّورِ
the trumpet -
শিঙ্গায়
nafkhatun
نَفْخَةٌ
a blast
ফুক
wāḥidatun
وَٰحِدَةٌ
single
একবার

Transliteration:

Fa izaa nufikha fis soori nafkhatunw waahidah (QS. al-Ḥāq̈q̈ah:13)

English Sahih International:

Then when the Horn is blown with one blast (QS. Al-Haqqah, Ayah ১৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর যখন সিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে- মাত্র একটি ফুঁৎকার। (আল হাক্বক্বাহ, আয়াত ১৩)

Tafsir Ahsanul Bayaan

যখন শিংগায় ফুৎকার দেওয়া হবে একটি মাত্র ফুৎকার। [১]

[১] মিথ্যাবাদীদের পরিণাম উল্লেখ করার পর এখন বলা হচ্ছে যে, এই (الْحَاقَّةُ) 'অবশ্যম্ভাবী ঘটনা' (কিয়ামত) কিভাবে সংঘটিত হবে। ইস্রাফীল (আঃ)-এর এক ফুৎকারে তা সংঘটিত হয়ে যাবে।

Tafsir Abu Bakr Zakaria

অতঃপর যখন শিংগায় [১] ফুঁক দেয়া হবে ---একটি মাত্ৰ ফুঁক [২] ,

[১] হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে, صور কী? জবাবে তিনি বললেন, “শিং এর আকারে কোন বস্তুকে বলা হয় যাতে ফুঁক দেয়া হবে।” [তিরমিয়ী; ২৪৩০, আবু দাউদ; ৪৭৪২]

[২] পবিত্ৰ কুরআনের কোথাও কোথাও এ দুই শিঙ্গায় ফুঁক দেয়ার কথা ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় ফুৎকারের সময় গোটা বিশ্ব-জাহানের লণ্ডভণ্ড হয়ে যাওয়ার যে অবস্থা সূরা আল-হাজ্জের ১ ও ২ আয়াতে, সূরা ইয়াসীনের ৪৯ ও ৫০ আয়াতে এবং সূরা আত-তাকভীরের ১ থেকে ৬ পর্যন্ত আয়াতে বর্ণিত হয়েছে তা তাদের চোখের সামনে ঘটতে থাকবে। পক্ষান্তরে সূরা ত্বা-হার ১০২ থেকে ১১২ আয়াত, সূরা আল-আম্বিয়ার ১০১ থেকে ১০৩ আয়াত, সূরা ইয়াসীনের ৫১ থেকে ৫৩ আয়াত এবং সূরা ক্বাফ এর ২০ থেকে ২২ আয়াতে শুধু শিংগায় দ্বিতীয়বার ফুৎকারের কথা উল্লেখিত হয়েছে।

Tafsir Bayaan Foundation

অতঃপর যখন শিংগায় ফুঁক দেয়া হবে- একটি মাত্র ফুঁক।

Muhiuddin Khan

যখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার

Zohurul Hoque

সুতরাং যখন শিঙায় ফুৎকার দেওয়া হবে -- একটি মাত্র ফুৎকার, --