Skip to content

কুরআন মজীদ সূরা আল হাক্বক্বাহ আয়াত ১২

Qur'an Surah Al-Haqqah Verse 12

আল হাক্বক্বাহ [৬৯]: ১২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَّتَعِيَهَآ اُذُنٌ وَّاعِيَةٌ (الحاقة : ٦٩)

linajʿalahā
لِنَجْعَلَهَا
That We might make it
তা বানাই আমরা যেন
lakum
لَكُمْ
for you
তোমাদের জন্যে
tadhkiratan
تَذْكِرَةً
a reminder
শিক্ষা
wataʿiyahā
وَتَعِيَهَآ
and would be conscious of it
এবং তার ষ্মৃতি বহন করে
udhunun
أُذُنٌ
an ear
কান
wāʿiyatun
وَٰعِيَةٌ
conscious
স্মরন বাহক

Transliteration:

Linaj'alahaa lakum tazki ratanw-wa ta'iyahaa unzununw waa'iyah (QS. al-Ḥāq̈q̈ah:12)

English Sahih International:

That We might make it for you a reminder and [that] a conscious ear would be conscious of it. (QS. Al-Haqqah, Ayah ১২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যেন এ ঘটনাটিকে আমি তোমাদের জন্য শিক্ষাপ্রদ-স্মারক করে রাখি আর সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করে। (আল হাক্বক্বাহ, আয়াত ১২)

Tafsir Ahsanul Bayaan

আমি এটা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য[১] এবং যাতে স্মৃতিধর কর্ণ এটা স্মরণ রাখে। [২]

[১] অর্থাৎ, কাফেরদেরকে পানিতে ডুবিয়ে দেওয়া এবং মু'মিনদেরকে নৌকায় আরোহণ করিয়ে বাঁচিয়ে নেওয়ার কাজ হল তোমাদের জন্য নসীহত ও উপদেশস্বরূপ। তোমরা এ থেকে উপদেশ গ্রহণ কর এবং আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাক।

[২] অর্থাৎ, শ্রবণকারী তা শ্রবণ করে যেন স্মরণে রাখে এবং সেও যেন এ থেকে উপদেশ গ্রহণ করে।

Tafsir Abu Bakr Zakaria

আমরা এটা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এজন্যে যে, যাতে শ্রুতিধর কান এটা সংরক্ষণ করে।

Tafsir Bayaan Foundation

একে তোমাদের নিমিত্তে উপদেশ বানানোর জন্য এবং সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করার জন্য।

Muhiuddin Khan

যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে।

Zohurul Hoque

যেন আমরা এটিকে তোমাদের জন্য বানাতে পারি স্মরণীয় বিষয়, এবং শ্রুতিধর কান যেন এটি মনে রাখতে পারে।