Skip to content

কুরআন মজীদ সূরা আল হাক্বক্বাহ আয়াত ১

Qur'an Surah Al-Haqqah Verse 1

আল হাক্বক্বাহ [৬৯]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَلْحَاۤقَّةُۙ (الحاقة : ٦٩)

al-ḥāqatu
ٱلْحَآقَّةُ
The Inevitable Reality!
সুনিশ্চিত ঘটনা!

Transliteration:

Al haaaqqah (QS. al-Ḥāq̈q̈ah:1)

English Sahih International:

The Inevitable Reality – (QS. Al-Haqqah, Ayah ১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

নিশ্চিত সংঘটিতব্য বিষয়, (আল হাক্বক্বাহ, আয়াত ১)

Tafsir Ahsanul Bayaan

সেই অবশ্যম্ভাবী ঘটনা। [১]

[১] الحَاقَّةُ কিয়ামতের নামসমূহের অন্যতম নাম। এই দিনে আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হবে এবং এ দিনও বাস্তবে সংঘটিত হবে। এই জন্য এটাকে الحَاقَّةُ নামে আখ্যায়িত করা হয়েছে।

Tafsir Abu Bakr Zakaria

সে অবশ্যম্ভাবী ঘটনা,

সূরা সংক্রান্ত আলোচনাঃ

[১] الحاقة শব্দ দ্বারা কিয়ামতকে বুঝানো হয়েছে। [ফাতহুল কাদীর, বাগভী]

আয়াত সংখ্যাঃ ৫২ আয়াত।

নাযিল হওয়ার স্থানঃ মক্কী।

রহমান, রহীম আল্লাহ্র নামে

Tafsir Bayaan Foundation

অবশ্যম্ভাবী ঘটনা (কিয়ামত)।

Muhiuddin Khan

সুনিশ্চিত বিষয়।

Zohurul Hoque

নিশ্চিত-সত্য!