কুরআন মজীদ সূরা আল কলম আয়াত ৬
Qur'an Surah Al-Qalam Verse 6
আল কলম [৬৮]: ৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
بِاَيِّىكُمُ الْمَفْتُوْنُ (القلم : ٦٨)
- bi-ayyikumu
- بِأَييِّكُمُ
- Which of you
- তোমাদের মধ্যে কে
- l-maftūnu
- ٱلْمَفْتُونُ
- (is) the afflicted one
- বিকারগ্রস্ত
Transliteration:
Bi ayyikumul maftoon(QS. al-Q̈alam:6)
English Sahih International:
Which of you is the afflicted [by a devil]. (QS. Al-Qalam, Ayah ৬)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তোমাদের মধ্যে কে পাগলামিতে আক্রান্ত। (আল কলম, আয়াত ৬)
Tafsir Ahsanul Bayaan
তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত।
Tafsir Abu Bakr Zakaria
তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত [১]।
[১] مفتون শব্দের অর্থ এস্থলে বিকারগ্রস্ত পাগল। [বাগভী]
Tafsir Bayaan Foundation
তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত?
Muhiuddin Khan
কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত।
Zohurul Hoque
যে তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত।