কুরআন মজীদ সূরা আল কলম আয়াত ৪৩
Qur'an Surah Al-Qalam Verse 43
আল কলম [৬৮]: ৪৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۗوَقَدْ كَانُوْا يُدْعَوْنَ اِلَى السُّجُوْدِ وَهُمْ سَالِمُوْنَ (القلم : ٦٨)
- khāshiʿatan
- خَٰشِعَةً
- Humbled
- অবনত হবে
- abṣāruhum
- أَبْصَٰرُهُمْ
- their eyes
- তাদের দৃষ্টিগুলো
- tarhaquhum
- تَرْهَقُهُمْ
- will cover them
- তাদের আচ্ছাদিত করবে
- dhillatun
- ذِلَّةٌۖ
- humiliation
- অপমান
- waqad
- وَقَدْ
- And indeed
- এবং নিশ্চয়
- kānū
- كَانُوا۟
- they were
- তারা ছিল
- yud'ʿawna
- يُدْعَوْنَ
- called
- তাদের ডাকা হতো
- ilā
- إِلَى
- to
- দিকে
- l-sujūdi
- ٱلسُّجُودِ
- prostrate
- সিজদাসমূহের
- wahum
- وَهُمْ
- while they
- অথচ তারা
- sālimūna
- سَٰلِمُونَ
- (were) sound
- নিরাপদ ছিল
Transliteration:
Khaashi'atan absaaruhum tarhaquhum zillatunw wa qad kaanoo yud'awna ilassujoodi wa hum saalimoon(QS. al-Q̈alam:43)
English Sahih International:
Their eyes humbled, humiliation will cover them. And they used to be invited to prostration while they were sound. (QS. Al-Qalam, Ayah ৪৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তাদের দৃষ্টি হবে অবনত, অপমান লাঞ্ছনা তাদের উপর চেপে বসবে। (দুনিয়াতে) তারা যখন সুস্থ ও নিরাপদ ছিল তখনও তাদেরকে সেজদা করার জন্য ডাকা হত (কিন্তু তারা সেজদা করত না) (আল কলম, আয়াত ৪৩)
Tafsir Ahsanul Bayaan
তাদের দৃষ্টি অবনত হবে, হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে[১] অথচ যখন তারা সুস্থ ছিল, তখন তো তাদেরকে সিজদা করতে আহবান করা হত। [২]
[১] অর্থাৎ, তাদের অবস্থা হবে দুনিয়ার বিপরীত। দুনিয়াতে তো অহংকার ও ঔদ্ধত্যের কারণে তাদের গর্দান উঁচু হয়ে থাকত।
[২] অর্থাৎ, সুস্থ-সবল ও মোটা-তাজা ছিল। আল্লাহর ইবাদত সম্পাদনে কোন জিনিস তাদের জন্য বাধা ছিল না। কিন্তু পৃথিবীতে তারা আল্লাহর ইবাদত করা হতে দূরে থাকত। (আযান ও ইকামতের মাধ্যমে তাদেরকে নামাযের জন্য আহবান করা হত, কিন্তু সুস্থ-সবল থাকা সত্ত্বেও তারা নামাযে আসত না। বলা বাহুল্য, যারা ইহকালে নামাযের মাধ্যমে আল্লাহকে সিজদাহ করে না, তারা পরকালে তাঁকে স্বচক্ষে দেখেও সিজদাহ করতে সক্ষম হবে না। -সম্পাদক)
Tafsir Abu Bakr Zakaria
তাদের দৃষ্টি অবনত, হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদেরকে ডাকা হত সিজদা করতে।
Tafsir Bayaan Foundation
তাদের দৃষ্টিসমূহ অবনত অবস্থায় থাকবে, অপমান তাদেরকে আচ্ছন্ন করবে। অথচ তাদেরকে তো নিরাপদ অবস্থায় সিজদা করার জন্য আহবান করা হত (তখন তো তারা সিজদা করেনি)।
Muhiuddin Khan
তাদের দৃষ্টি অবনত থাকবে; তারা লাঞ্ছনাগ্রস্ত হবে, অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল, তখন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হত।
Zohurul Hoque
তাদের দৃষ্টি হবে অবনত, লাঞ্ছনা তাদের জড়িয়ে ফেলবে। অথচ তাদের আহ্বান করা হয়েই থাকত সিজদা করতে যখন তারা ছিল নিরাপদ।