Skip to content

কুরআন মজীদ সূরা আল কলম আয়াত ৪১

Qur'an Surah Al-Qalam Verse 41

আল কলম [৬৮]: ৪১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَمْ لَهُمْ شُرَكَاۤءُۚ فَلْيَأْتُوْا بِشُرَكَاۤىِٕهِمْ اِنْ كَانُوْا صٰدِقِيْنَ (القلم : ٦٨)

am
أَمْ
Or
অথবা
lahum
لَهُمْ
(do) they have
তাদের জন্যে আছে
shurakāu
شُرَكَآءُ
partners?
অংশীদার
falyatū
فَلْيَأْتُوا۟
Then let them bring
অতএব তারা উপস্থিত করুক
bishurakāihim
بِشُرَكَآئِهِمْ
their partners
তাদের শরীকদের
in
إِن
if
যদি
kānū
كَانُوا۟
they are
হয় তারা
ṣādiqīna
صَٰدِقِينَ
truthful
সত্যবাদী

Transliteration:

Am lahum shurakaaa'u falyaatoo bishurakaaa 'ihim in kaanoo saadiqeen (QS. al-Q̈alam:41)

English Sahih International:

Or do they have partners? Then let them bring their partners, if they should be truthful. (QS. Al-Qalam, Ayah ৪১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অথবা তাদের কি শরীক উপাস্য আছে, থাকলে তাদের শরীক উপাস্যদেরকে হাজির করুক- তারা যদি সত্যবাদী হয়ে থাকে। (আল কলম, আয়াত ৪১)

Tafsir Ahsanul Bayaan

তাদের কি কোন শরীক উপাস্য আছে? থাকলে তারা তাদের শরীক উপাস্যগুলোকে উপস্থিত করুক; যদি তারা সত্যবাদী হয়।[১]

[১] কিংবা যাদেরকে তারা শরীক বানিয়েছে, তারা তাদের সাহায্য করে তাদেরকে উত্তম স্থান দান করবে? যদি তাদের শরীক এইরূপ ক্ষমতাবান হয়, তাহলে তাদেরকে সামনে উপস্থিত করা হোক, যাতে তাদের সত্যতা স্পষ্ট হয়ে যায়।

Tafsir Abu Bakr Zakaria

অথবা তাদের কি (আল্লাহ্র সাথে) অনেক শরীক আছে ? থাকলে তারা তাদের শরীকগুলোকে উপস্থিত করুক --- যদি তারা সত্যবাদী হয়।

Tafsir Bayaan Foundation

অথবা তাদের জন্য কি অনেক শরীক আছে? তাহলে তারা তাদের শরীকদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়।

Muhiuddin Khan

না তাদের কোন শরীক উপাস্য আছে? থাকলে তাদের শরীক উপাস্যদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়।

Zohurul Hoque

না তাদের জন্য অংশী-দেবতারা আছে? তেমন হলে তাদের অংশী-দেবতাদের তারা নিয়ে আসুক যদি তারা সত্যবাদী হয়।