Skip to content

কুরআন মজীদ সূরা আল কলম আয়াত ৪০

Qur'an Surah Al-Qalam Verse 40

আল কলম [৬৮]: ৪০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

سَلْهُمْ اَيُّهُمْ بِذٰلِكَ زَعِيْمٌۚ (القلم : ٦٨)

salhum
سَلْهُمْ
Ask them
তাদের জিজ্ঞেস কর
ayyuhum
أَيُّهُم
which of them
তাদের মধ্যে কে
bidhālika
بِذَٰلِكَ
for that
এই ক্ষেত্রে
zaʿīmun
زَعِيمٌ
(is) responsible
যিম্নাদার

Transliteration:

Salhum ayyuhum bizaa lika za'eem (QS. al-Q̈alam:40)

English Sahih International:

Ask them which of them, for that [claim], is responsible. (QS. Al-Qalam, Ayah ৪০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তুমি তাদেরকে জিজ্ঞেস কর (আল্লাহ যে তাদের সঙ্গে প্রতিশ্রুতিতে দায়বদ্ধ) এ ব্যাপারে তাদের মধ্যে কোন্ ব্যক্তি জামিনদার (গ্যারান্টর)? (আল কলম, আয়াত ৪০)

Tafsir Ahsanul Bayaan

তুমি ওদেরকে জিজ্ঞাসা কর, ওদের মধ্যে এ বিষয়ে দায়িত্বশীল কে? [১]

[১] যে কিয়ামতের দিন তাদের জন্য তাই ফায়সালা করাবে যা মুসলিমদের জন্য আল্লাহ করবেন।

Tafsir Abu Bakr Zakaria

আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তাদের মধ্যে এ দাবির যিম্মাদার কে?

Tafsir Bayaan Foundation

তুমি তাদেরকে জিজ্ঞাসা কর, কে এ ব্যাপারে যিম্মাদার?

Muhiuddin Khan

আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল?

Zohurul Hoque

তাদের জিজ্ঞাসা করো -- তাদের মধ্যে কে এ-সন্বন্ধে জামিন হবে;