কুরআন মজীদ সূরা আল কলম আয়াত ৩১
Qur'an Surah Al-Qalam Verse 31
আল কলম [৬৮]: ৩১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قَالُوْا يٰوَيْلَنَآ اِنَّا كُنَّا طٰغِيْنَ (القلم : ٦٨)
- qālū
- قَالُوا۟
- They said
- তারা বললো
- yāwaylanā
- يَٰوَيْلَنَآ
- "O woe to us!
- "আমাদের আফসোস
- innā
- إِنَّا
- Indeed we
- আমরা নিশ্চয়
- kunnā
- كُنَّا
- [we] were
- ছিলাম
- ṭāghīna
- طَٰغِينَ
- transgressors
- সিমালংঘনকারী
Transliteration:
Qaaloo yaa wailanaaa innaa kunnaa taagheen(QS. al-Q̈alam:31)
English Sahih International:
They said, "O woe to us; indeed we were transgressors. (QS. Al-Qalam, Ayah ৩১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারা বলল, ‘দুর্ভোগ আমাদের, আমরা ছিলাম সীমালঙ্ঘনকারী, (আল কলম, আয়াত ৩১)
Tafsir Ahsanul Bayaan
তারা বলল, ‘হায় দুর্ভোগ আমাদের! নিশ্চয় আমরা সীমালংঘনকারী ছিলাম।
Tafsir Abu Bakr Zakaria
তারা বলল, ‘হায়, দুর্ভোগ আমাদের! আমরা তো ছিলাম সীমালঙ্ঘনকারী।
Tafsir Bayaan Foundation
তারা বলল, ‘হায়, আমাদের ধ্বংস! নিশ্চয় আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম’।
Muhiuddin Khan
তারা বললঃ হায়! দুর্ভোগ আমাদের আমরা ছিলাম সীমাতিক্রমকারী।
Zohurul Hoque
তারা বললে -- ''হায়, ধিক্ আমাদের! আমরা নিশ্চয়ই সীমা ছাড়িয়ে গিয়েছিলাম।