কুরআন মজীদ সূরা আল কলম আয়াত ২১
Qur'an Surah Al-Qalam Verse 21
আল কলম [৬৮]: ২১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فَتَنَادَوْا مُصْبِحِيْنَۙ (القلم : ٦٨)
- fatanādaw
- فَتَنَادَوْا۟
- And they called one another
- অতঃপর পরস্পরে ডাকলো
- muṣ'biḥīna
- مُصْبِحِينَ
- (at) morning
- সকাল(হতে)
Transliteration:
Fatanaadaw musbiheen(QS. al-Q̈alam:21)
English Sahih International:
And they called one another at morning, (QS. Al-Qalam, Ayah ২১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সকালে একে অপরকে ডেকে বলল, (আল কলম, আয়াত ২১)
Tafsir Ahsanul Bayaan
ভোর-সকালে তারা একে অপরকে ডাকাডাকি করে বলল,
Tafsir Abu Bakr Zakaria
প্রত্যুষে তারা একে অন্যকে ডেকে বলল,
Tafsir Bayaan Foundation
তারপর সকাল বেলা তারা একে অপরকে ডেকে বলল,
Muhiuddin Khan
সকালে তারা একে অপরকে ডেকে বলল,
Zohurul Hoque
তারা কিন্তু সাত-সকালে একে অপরকে ডাকাডাকি করলে --