কুরআন মজীদ সূরা আল কলম আয়াত ১৮
Qur'an Surah Al-Qalam Verse 18
আল কলম [৬৮]: ১৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَلَا يَسْتَثْنُوْنَ (القلم : ٦٨)
- walā
- وَلَا
- And not
- এবং না
- yastathnūna
- يَسْتَثْنُونَ
- making exception
- তারা ব্যাতিক্রম রাখলো
Transliteration:
Wa laa yastasnoon(QS. al-Q̈alam:18)
English Sahih International:
Without making exception. (QS. Al-Qalam, Ayah ১৮)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারা ‘ইনশাআল্লাহ’ বলেনি। (আল কলম, আয়াত ১৮)
Tafsir Ahsanul Bayaan
এবং তারা ‘ইন শাআল্লাহ’ বলল না।
Tafsir Abu Bakr Zakaria
এবং তারা ‘ইন্শাআল্লাহ্’ বলেনি।
Tafsir Bayaan Foundation
আর তারা ‘ইনশাআল্লাহ’ বলেনি।
Muhiuddin Khan
ইনশাআল্লাহ না বলে।
Zohurul Hoque
আর তারা কোনো সংরক্ষণ করে নি।