Skip to content

কুরআন মজীদ সূরা আল মুলক আয়াত ৮

Qur'an Surah Al-Mulk Verse 8

আল মুলক [৬৭]: ৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِۗ كُلَّمَآ اُلْقِيَ فِيْهَا فَوْجٌ سَاَلَهُمْ خَزَنَتُهَآ اَلَمْ يَأْتِكُمْ نَذِيْرٌۙ (الملك : ٦٧)

takādu
تَكَادُ
It almost
উপক্রম হবে
tamayyazu
تَمَيَّزُ
bursts
ফেটে পড়ার
mina
مِنَ
with
মধ্য হতে
l-ghayẓi
ٱلْغَيْظِۖ
rage
রোষে
kullamā
كُلَّمَآ
Every time
যখনই
ul'qiya
أُلْقِىَ
is thrown
নিক্ষিপ্ত হবে
fīhā
فِيهَا
therein
তার মধ্যে
fawjun
فَوْجٌ
a group
কোন দল
sa-alahum
سَأَلَهُمْ
will ask them
জিজ্ঞেস তাদের করবে
khazanatuhā
خَزَنَتُهَآ
its keepers
তার রক্ষীরা
alam
أَلَمْ
"Did not
"নাই কি
yatikum
يَأْتِكُمْ
come to you
তোমাদের কাছে আসে
nadhīrun
نَذِيرٌ
a warner?"
সতর্ককারী"

Transliteration:

Takaadu tamayyazu minal ghaizi kullamaaa uliqya feehaa fawjun sa alahum khazanatuhaaa alam yaatikum nazeer (QS. al-Mulk:8)

English Sahih International:

It almost bursts with rage. Every time a company is thrown into it, its keepers ask them, "Did there not come to you a warner?" (QS. Al-Mulk, Ayah ৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

ক্রোধে আক্রোশে জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হবে। যখনই কোন দলকে তাতে ফেলা হবে তখন তার রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে, ‘তোমাদের কাছে কি কোন সতর্ককারী আসেনি?’ (আল মুলক, আয়াত ৮)

Tafsir Ahsanul Bayaan

রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে,[১] যখনই তাতে কোন দলকে নিক্ষেপ করা হবে, তখনই তাদেরকে তার রক্ষীরা জিজ্ঞাসা করবে, ‘তোমাদের নিকট কি কোন সতর্ককারী আসেনি?’[২]

[১] ক্রোধে ও রাগে তার একাংশ অন্যাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এ জাহান্নাম কাফেরদেরকে দেখে বড় ক্রোধান্বিত হবে। (ক্রোধান্বিত হওয়ার) এই অনুভূতি মহান আল্লাহ তার মধ্যে সৃষ্টি করে দেবেন। আর এ কাজ তাঁর জন্য কঠিন নয়।

[২] যার কারণে তোমাদেরকে আজ জাহান্নামের আস্বাদ গ্রহণ করতে হল?

Tafsir Abu Bakr Zakaria

রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে, যখনই তাতে কোন দলকে নিক্ষেপ করা হবে, তাদেরকে রক্ষীরা জিজ্ঞেস করবে, ‘তোমাদের কাছে কি কোন সতর্ককারী আসেনি?’

Tafsir Bayaan Foundation

ক্রোধে তা ছিন্ন-ভিন্ন হবার উপক্রম হবে। যখনই তাতে কোন দলকে নিক্ষেপ করা হবে, তখন তার প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ‘তোমাদের নিকট কি কোন সতর্ককারী আসেনি’?

Muhiuddin Khan

ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোন সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞাসা করবে। তোমাদের কাছে কি কোন সতর্ককারী আগমন করেনি?

Zohurul Hoque

যেন ক্রোধে ফেটে পড়ছে। যখনই কোনো একদলকে ওতে নিক্ষেপ করা হবে তার রক্ষীরা তাদের জিজ্ঞাসা করবে -- ''তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেন নি?”