Skip to content

সূরা আত-তাহরীম - Page: 2

At-Tahrim

(at-Taḥrīm)

১১

وَضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِيْنَ اٰمَنُوا امْرَاَتَ فِرْعَوْنَۘ اِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِيْ عِنْدَكَ بَيْتًا فِى الْجَنَّةِ وَنَجِّنِيْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِيْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَۙ ١١

waḍaraba
وَضَرَبَ
এবং পেশ করেন
l-lahu
ٱللَّهُ
আল্লাহ
mathalan
مَثَلًا
দৃষ্টান্ত
lilladhīna
لِّلَّذِينَ
যারা (তাদের) জন্যে
āmanū
ءَامَنُوا۟
ঈমান এনেছে
im'ra-ata
ٱمْرَأَتَ
স্ত্রীর
fir'ʿawna
فِرْعَوْنَ
ফিরআউনের
idh
إِذْ
যখন
qālat
قَالَتْ
বলেছিল
rabbi
رَبِّ
"হে আমার রব
ib'ni
ٱبْنِ
বানাও
لِى
আমার জন্যে
ʿindaka
عِندَكَ
তোমার কাছে
baytan
بَيْتًا
ঘর
فِى
মধ্যে
l-janati
ٱلْجَنَّةِ
জান্নাতের
wanajjinī
وَنَجِّنِى
এবং আমাকে উদ্ধার কর
min
مِن
হতে
fir'ʿawna
فِرْعَوْنَ
ফিরআউন
waʿamalihi
وَعَمَلِهِۦ
ও তার কাজ
wanajjinī
وَنَجِّنِى
এবং আমাকে উদ্ধার কর
mina
مِنَ
হতে
l-qawmi
ٱلْقَوْمِ
লোকদের
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
যালিম"
আর যারা ঈমান আনে তাদের ব্যাপারে আল্লাহ ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত দিচ্ছেন। সে প্রার্থনা করেছিল, ‘‘হে আমার প্রতিপালক! তুমি আমার জন্য তোমার নিকট জান্নাতে একটি ঘর বানিয়ে দাও আর আমাকে তুমি ফেরাউন ও তার (অন্যায়) কার্যকলাপ থেকে রক্ষা কর, উদ্ধার কর আমাকে যালিম সম্প্রদায় থেকে।’’ ([৬৬] আত-তাহরীম: ১১)
ব্যাখ্যা
১২

وَمَرْيَمَ ابْنَتَ عِمْرٰنَ الَّتِيْٓ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيْهِ مِنْ رُّوْحِنَا وَصَدَّقَتْ بِكَلِمٰتِ رَبِّهَا وَكُتُبِهٖ وَكَانَتْ مِنَ الْقٰنِتِيْنَ ࣖ ۔ ١٢

wamaryama
وَمَرْيَمَ
এবং মারয়াম
ib'nata
ٱبْنَتَ
কন্যা
ʿim'rāna
عِمْرَٰنَ
ইমরানের
allatī
ٱلَّتِىٓ
যে
aḥṣanat
أَحْصَنَتْ
সংরক্ষণ করেছিল
farjahā
فَرْجَهَا
তার লজ্জাস্থান
fanafakhnā
فَنَفَخْنَا
অতঃপর আমরা ফুঁকে দেই
fīhi
فِيهِ
তার মধ্যে
min
مِن
থেকে
rūḥinā
رُّوحِنَا
আমাদের রুহ
waṣaddaqat
وَصَدَّقَتْ
এবং সে সত্যতা স্বীকার করেছিল
bikalimāti
بِكَلِمَٰتِ
বাক্যগুলোর
rabbihā
رَبِّهَا
তার রবের
wakutubihi
وَكُتُبِهِۦ
ও তাঁর কিতাবগুলোর
wakānat
وَكَانَتْ
এবং সে ছিল
mina
مِنَ
মধ্যে (একজন)
l-qānitīna
ٱلْقَٰنِتِينَ
অনুগতদের
আর (দৃষ্টান্ত দিচ্ছেন) ‘ইমরান-কন্যা মারইয়ামের যে তার লজ্জাস্থান সংরক্ষণ করেছিল, ফলে আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম। সে তার প্রতিপালকের বাণী ও তাঁর কিতাবসমূহে (তাওরাত, যবূর ও ইঞ্জীলে) বিশ্বাস স্থাপন করেছিল। সে ছিল অনুগত ও বিনতদের অন্তর্ভুক্ত। ([৬৬] আত-তাহরীম: ১২)
ব্যাখ্যা