কুরআন মজীদ সূরা আছ-ছফ আয়াত ২
Qur'an Surah As-Saf Verse 2
আছ-ছফ [৬১]: ২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ (الصف : ٦١)
- yāayyuhā
- يَٰٓأَيُّهَا
- O!
- ওহে
- alladhīna
- ٱلَّذِينَ
- (you) who!
- যারা
- āmanū
- ءَامَنُوا۟
- believe!
- ঈমান এনেছো
- lima
- لِمَ
- Why
- কেন
- taqūlūna
- تَقُولُونَ
- (do) you say
- তোমরা বলো
- mā
- مَا
- what
- যা
- lā
- لَا
- not?
- না
- tafʿalūna
- تَفْعَلُونَ
- you do?
- তোমরা করো
Transliteration:
Yaa ayyuhal lazeena aamanoo lima taqooloona maa laa taf'aloon(QS. aṣ-Ṣaff:2)
English Sahih International:
O you who have believed, why do you say what you do not do? (QS. As-Saf, Ayah ২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
হে মু’মিনগণ! তোমরা এমন কথা কেন বল যা তোমরা কর না। (আছ-ছফ, আয়াত ২)
Tafsir Ahsanul Bayaan
হে বিশ্বাসীগণ! [১] তোমরা যা কর না, তা বল কেন?
[১] এখানে সম্বোধন যদিও ব্যাপক, তবুও প্রকৃতপক্ষে সেই মু'মিনদেরকেই লক্ষ্য করে বলা হয়েছে, যাঁরা বলাবলি করছিলেন যে, আমরা যদি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কাজ কি জানতে পারি, তাহলে আমরা তা করব। কিন্তু যখন তাদেরকে সেই প্রিয় কাজটা বলে দেওয়া হল, তখন তারা অলস হয়ে গেল। তাই তাদেরকে ধমক দেওয়া হচ্ছে যে, কল্যাণকর যেসব কথা বল, তা কর না কেন? যে কথা মুখে বল, তা কাজে কর না কেন? যা জবান দিয়ে বল, তা রক্ষা কর না কেন?
Tafsir Abu Bakr Zakaria
হে ঈমানদারগণ ! তোমরা যা কর না তা তোমরা কেন বল?
Tafsir Bayaan Foundation
হে ঈমানদারগণ, তোমরা তা কেন বল, যা তোমরা কর না?
Muhiuddin Khan
মুমিনগণ! তোমরা যা কর না, তা কেন বল?
Zohurul Hoque
ওহে যারা ঈমান এনেছ! কেন তোমরা তা বল যা তোমরা কর না?