কুরআন মজীদ সূরা আল আনআম আয়াত ৩২
Qur'an Surah Al-An'am Verse 32
আল আনআম [৬]: ৩২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَمَا الْحَيٰوةُ الدُّنْيَآ اِلَّا لَعِبٌ وَّلَهْوٌ ۗوَلَلدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّلَّذِيْنَ يَتَّقُوْنَۗ اَفَلَا تَعْقِلُوْنَ (الأنعام : ٦)
- wamā
- وَمَا
- And not
- এবং নয়
- l-ḥayatu
- ٱلْحَيَوٰةُ
- (is) the life
- জীবন
- l-dun'yā
- ٱلدُّنْيَآ
- (of) the world
- পার্থিব
- illā
- إِلَّا
- except
- এ ছাড়া
- laʿibun
- لَعِبٌ
- a play
- ক্রীড়া
- walahwun
- وَلَهْوٌۖ
- and amusement
- ও কৌতুক
- walalddāru
- وَلَلدَّارُ
- but the home
- এবং অবশ্যই আবাস
- l-ākhiratu
- ٱلْءَاخِرَةُ
- (of) the Hereafter
- আখিরাতের
- khayrun
- خَيْرٌ
- (is) best
- উত্তম
- lilladhīna
- لِّلَّذِينَ
- for those who
- জন্যে তাদের (যারা)
- yattaqūna
- يَتَّقُونَۗ
- (are) God conscious
- আত্মরক্ষা করে চলে
- afalā
- أَفَلَا
- Then not?
- কি তবুও না
- taʿqilūna
- تَعْقِلُونَ
- (will) you reason?
- তোমরা বুঝবে
Transliteration:
Wa mal hayaatud dunyaaa illaa la'ibunw wa lahwunw wa lad Daarul Aakhiratu kahyrul lillazeena yattaqoon; afalaa ta'qiloon(QS. al-ʾAnʿām:32)
English Sahih International:
And the worldly life is not but amusement and diversion; but the home of the Hereafter is best for those who fear Allah, so will you not reason? (QS. Al-An'am, Ayah ৩২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া আর কিছুই না। যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য পরকালের জীবনই অতি কল্যাণময়, তবুও কি তোমাদের বোধদয় হবে না? (আল আনআম, আয়াত ৩২)
Tafsir Ahsanul Bayaan
আর পার্থিব জীবন তো ক্রীড়া-কৌতুক বৈ আর কিছুই নয়। আর যারা সাবধানতা অবলম্বন করে তাদের জন্য পরকালের আবাসই শ্রেয়, তোমরা কি (তা) অনুধাবন কর না?
Tafsir Abu Bakr Zakaria
আর দুনিয়ার জীবন তো খেল –তামাশা ছাড়া আর কিছুই নয় এবং যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখেরাতের আবাসই উত্তম; অতএব, তোমারা কি অনুধাবন কর না?
Tafsir Bayaan Foundation
আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছু না। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাস উত্তম। অতএব তোমরা কি বুঝবে না?
Muhiuddin Khan
পার্থিব জীবন ক্রীড়া ও কৌতুক ব্যতীত কিছুই নয়। পরকালের আবাস পরহেযগারদের জন্যে শ্রেষ্টতর। তোমরা কি বুঝ না ?
Zohurul Hoque
আর এই দুনিয়ার জীবন ছেলেখেলা ও কৌতুক বই আর কিছুই নয়। আর পরকালের আবাসই শ্রেষ্ঠ তাদের জন্য যারা ধর্মপরায়ণতা পালন করে। তবে কি তোমরা অনুধাবন করো না?