Skip to content

কুরআন মজীদ সূরা আল আনআম আয়াত ১৫৬

Qur'an Surah Al-An'am Verse 156

আল আনআম [৬]: ১৫৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَنْ تَقُوْلُوْٓا اِنَّمَآ اُنْزِلَ الْكِتٰبُ عَلٰى طَاۤىِٕفَتَيْنِ مِنْ قَبْلِنَاۖ وَاِنْ كُنَّا عَنْ دِرَاسَتِهِمْ لَغٰفِلِيْنَۙ (الأنعام : ٦)

an
أَن
Lest
যেন না
taqūlū
تَقُولُوٓا۟
you say
তোমরা বলতে পারো
innamā
إِنَّمَآ
"Only
"মূলতঃ
unzila
أُنزِلَ
was revealed
অবতীর্ণ করা হয়েছিলো
l-kitābu
ٱلْكِتَٰبُ
the Book
কিতাব
ʿalā
عَلَىٰ
on
উপর
ṭāifatayni
طَآئِفَتَيْنِ
the two groups
দুই দলের (ইয়াহুদী ও খ্রিষ্টান)
min
مِن
from
থেকে
qablinā
قَبْلِنَا
before us
পূর্ব আমাদের
wa-in
وَإِن
and indeed
এবং নিশ্চয়ই
kunnā
كُنَّا
we were
আমরা ছিলাম
ʿan
عَن
about
সম্বন্ধে
dirāsatihim
دِرَاسَتِهِمْ
their study
অধ্যয়ন তাদের
laghāfilīna
لَغَٰفِلِينَ
certainly unaware"
অবশ্যই অনবহিত"

Transliteration:

An taqooloo innammaaa unzilal Kitaabu 'alaa taaa'ifataini min qablinaa wa in kunnaa 'an diraasatihim laghaafileen (QS. al-ʾAnʿām:156)

English Sahih International:

[We revealed it] lest you say, "The Scripture was only sent down to two groups before us, but we were of their study unaware," (QS. Al-An'am, Ayah ১৫৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যাতে তারা না বলতে পারে যে কিতাব তো শুধু আমাদের পূর্বের দু’দল (ইয়াহূদী ও খ্রীস্টান) এর উপর অবতীর্ণ হয়েছিল আর আমরা জানতাম না ওরা কী পড়ত আর পড়াত। (আল আনআম, আয়াত ১৫৬)

Tafsir Ahsanul Bayaan

যেন তোমরা না বলতে পার যে,[১] কিতাব তো শুধু আমাদের পূর্বে দুই সম্প্রদায়ের প্রতিই অবতীর্ণ করা হয়েছিল। আর আমরা তাদের পঠন-পাঠন সম্বন্ধে তো অজ্ঞই ছিলাম। [২]

[১] অর্থাৎ, এই কুরআন এই জন্য অবতীর্ণ করা হয়েছে, যাতে তোমরা এ কথা না বলো। দু'টি সম্প্রদায় বলতে ইয়াহুদী ও খ্রিষ্টানকে বুঝানো হয়েছে।

[২] কারণ, তা আমাদের ভাষায় ছিল না। তাই মহান আল্লাহ কুরআন কারীমকে আরবী ভাষায় অবতীর্ণ করে এই ওজর-বাহানার পথ রুদ্ধ করে দিলেন।

Tafsir Abu Bakr Zakaria

যেন তোমরা না বল যে, ‘কিতাব তো শুধু আমাদের পূর্বে দু সম্প্রদায়ের প্রতিই নাযিল হয়েছিল; আমারা তাদের পঠন –পাঠন সম্বদ্ধে তো গাফিল ছিলাম,’

Tafsir Bayaan Foundation

যেন তোমরা না বল যে, কিতাব তো নাযিল করা হয়েছিল আমাদের পূর্বের দু’টি দলের উপর এবং আমরা তো তাদের অধ্যয়ন সম্পর্কে ছিলাম গাফেল।

Muhiuddin Khan

এ জন্যে যে, কখনও তোমরা বলতে শুরু করঃ গ্রন্থ তো কেবল আমাদের পূর্ববর্তী দু'সম্প্রদায়ের প্রতিই অবতীর্ণ হয়েছে এবং আমরা সেগুলোর পাঠ ও পঠন সম্পর্কে কিছুই জানতাম না।

Zohurul Hoque

পাছে তোমরা বলো -- ''আমাদের আগে গ্রন্থ অবতীর্ণ হয়েছিল শুধু দুটি সম্প্রদায়ের কাছে, আর আমরা তাদের পড়াশুনা সন্বন্ধে অজ্ঞাত ছিলাম।’’