Skip to content

কুরআন মজীদ সূরা আল আনআম আয়াত ১২০

Qur'an Surah Al-An'am Verse 120

আল আনআম [৬]: ১২০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَذَرُوْا ظَاهِرَ الْاِثْمِ وَبَاطِنَهٗ ۗاِنَّ الَّذِيْنَ يَكْسِبُوْنَ الْاِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوْا يَقْتَرِفُوْنَ (الأنعام : ٦)

wadharū
وَذَرُوا۟
Forsake
এবং তোমরা বর্জন করো
ẓāhira
ظَٰهِرَ
open
প্রকাশ্য
l-ith'mi
ٱلْإِثْمِ
[the] sins
পাপের কাজ
wabāṭinahu
وَبَاطِنَهُۥٓۚ
and the secret
এবং গোপন তার(কাজও)
inna
إِنَّ
Indeed
নিশ্চয়ই
alladhīna
ٱلَّذِينَ
those who
যারা
yaksibūna
يَكْسِبُونَ
earn
উপার্জন করে
l-ith'ma
ٱلْإِثْمَ
[the] sin
পাপ
sayuj'zawna
سَيُجْزَوْنَ
they will be recompensed
অচিরেই তাদের প্রতিদান দেয়া হবে
bimā
بِمَا
for what
বিনিময়ে যা
kānū
كَانُوا۟
they used to
তারা ছিলো
yaqtarifūna
يَقْتَرِفُونَ
commit
তারা কুকর্ম করতে

Transliteration:

Wa zaroo zaahiral ismi wa baatinah; innal lazeena yaksiboonal ismaa sa yujzawna bimaa kaanoo yaqtarifoon (QS. al-ʾAnʿām:120)

English Sahih International:

And leave [i.e., desist from] what is apparent of sin and what is concealed thereof. Indeed, those who earn [blame for] sin will be recompensed for that which they used to commit. (QS. Al-An'am, Ayah ১২০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন কর, যারা পাপ অর্জন করে তারা তাদের অর্জনের যথোচিত প্রতিফল পাবে। (আল আনআম, আয়াত ১২০)

Tafsir Ahsanul Bayaan

তোমরা প্রকাশ্য এবং গোপন পাপ বর্জন কর। যারা পাপ করে, তাদের পাপের সমুচিত শাস্তি তাদেরকে দেওয়া হবে।

Tafsir Abu Bakr Zakaria

আর তোমারা প্রকাশ্য এবং প্রচ্ছন্ন পাপ বর্জন কর; নিশ্চয় যারা পাপ অর্জন করে অচিরেই তাদেরকে তারা যা অর্জন করে তার প্রতিফলন দেয়া হবে।

Tafsir Bayaan Foundation

আর তোমরা প্রকাশ্য ও গোপন পাপ ত্যাগ কর। নিশ্চয় যারা পাপ অর্জন করে, তাদেরকে অচিরেই প্রতিদান দেয়া হবে, তারা যা অর্জন করে তার বিনিময়ে।

Muhiuddin Khan

তোমরা প্রকাশ্য ও প্রচ্ছন্ন গোনাহ পরিত্যাগ কর। নিশ্চয় যারা গোনাহ করেছে, তারা অতিসত্বর তাদের কৃতকর্মের শাস্তি পাবে।

Zohurul Hoque

আর পরিহার করো প্রকাশ্য পাপ ও তার গোপনীয়গুলোও। নিঃসন্দেহ যারা পাপ অর্জন করে তাদের প্রতিফল দেওয়া হবে তারা যা উপার্জন করে থাকে তার দ্বারা।