কুরআন মজীদ সূরা আল আনআম আয়াত ১১৭
Qur'an Surah Al-An'am Verse 117
আল আনআম [৬]: ১১৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ مَنْ يَّضِلُّ عَنْ سَبِيْلِهٖۚ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ (الأنعام : ٦)
- inna
- إِنَّ
- Indeed
- নিশ্চয়ই
- rabbaka
- رَبَّكَ
- your Lord
- তোমার রব
- huwa
- هُوَ
- He
- তিনি
- aʿlamu
- أَعْلَمُ
- knows best
- খুব জ্ঞাত
- man
- مَن
- who
- কে
- yaḍillu
- يَضِلُّ
- strays
- ভ্রষ্ট হয়েছে
- ʿan
- عَن
- from
- হতে
- sabīlihi
- سَبِيلِهِۦۖ
- His way
- পথ তাঁর
- wahuwa
- وَهُوَ
- and He
- এবং তিনি
- aʿlamu
- أَعْلَمُ
- (is) most knowing
- খুব জ্ঞাত
- bil-muh'tadīna
- بِٱلْمُهْتَدِينَ
- of the guided-ones
- সম্পর্কে সঠিক পথ প্রাপ্তদের
Transliteration:
Inna rabbaka Huwa a'lamu mai yadillu 'an sabeelihee wa Huwa a'lamu bilmuhtadeen(QS. al-ʾAnʿām:117)
English Sahih International:
Indeed, your Lord is most knowing of who strays from His way, and He is most knowing of the [rightly] guided. (QS. Al-An'am, Ayah ১১৭)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তোমার রব্ব খুব ভাল করেই জানেন কে তাঁর পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছে আর তিনি হিদায়াতপ্রাপ্তদের সম্পর্কেও সর্বাধিক অবহিত। (আল আনআম, আয়াত ১১৭)
Tafsir Ahsanul Bayaan
তাঁর পথ ছেড়ে যে বিপথগামী হয় নিশ্চয়ই তোমার প্রতিপালক সে সম্বন্ধে সবিশেষ অবহিত এবং সৎপথের পথিকগণ সম্বন্ধেও তিনি খুব জানেন।
Tafsir Abu Bakr Zakaria
নিশ্চয় আপনার রব, কে তাঁর পথ ছেড়ে বিপথগামী হয় সে সম্বন্ধে অধিক অবগত। আর সৎপথে যারা আছে, তাদের সম্বন্ধেও তিনি অধিক অবগত।
Tafsir Bayaan Foundation
নিশ্চয় তোমার রব অধিক অবগত তার সম্পর্কে, যে তাঁর পথ থেকে বিচ্যুত হয় এবং তিনি অধিক অবগত হিদায়াতপ্রাপ্তদের সম্পর্কে।
Muhiuddin Khan
আপনার প্রতিপালক তাদের সম্পর্কে খুব জ্ঞাত রয়েছেন, যারা তাঁর পথ থেকে বিপথগামী হয় এবং তিনি তাদেরকেও খুব ভাল করে জানেন, যারা তাঁর পথে অনুগমন করে।
Zohurul Hoque
নিঃসন্দেহ তোমার প্রভু -- তিনি ভালো জানেন কে তাঁর পথ থেকে বিপথে যায়, আর তিনি ভালো জানেন যারা সুপথে চালিত তাদের।