Skip to content

কুরআন মজীদ সূরা আল হাশর আয়াত ২৩

Qur'an Surah Al-Hashr Verse 23

আল হাশর [৫৯]: ২৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

هُوَ اللّٰهُ الَّذِيْ لَآ اِلٰهَ اِلَّا هُوَ ۚ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُۗ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ (الحشر : ٥٩)

huwa
هُوَ
He
তিনিই
l-lahu
ٱللَّهُ
(is) Allah
আল্লাহ
alladhī
ٱلَّذِى
the One Who
যে
لَآ
(there is) no
নাই
ilāha
إِلَٰهَ
god
কোনো ইলাহ
illā
إِلَّا
but
ব্যতীত
huwa
هُوَ
He
তাঁর,
l-maliku
ٱلْمَلِكُ
the Sovereign
বাদশাহ,
l-qudūsu
ٱلْقُدُّوسُ
the Holy One
অতীব প্রবিত্র,
l-salāmu
ٱلسَّلَٰمُ
the Giver of Peace
শান্তিদাতা,
l-mu'minu
ٱلْمُؤْمِنُ
the Giver of Security
নিরাপত্তাদাতা,
l-muhayminu
ٱلْمُهَيْمِنُ
the Guardian
সংরক্ষক,
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
the All-Mighty
পরাক্রমশালী,
l-jabāru
ٱلْجَبَّارُ
the Irresistible
প্রবল,
l-mutakabiru
ٱلْمُتَكَبِّرُۚ
the Supreme
মহিমান্বিত,
sub'ḥāna
سُبْحَٰنَ
Glory (be to)
পবিত্র
l-lahi
ٱللَّهِ
Allah
আল্লাহ (র)
ʿammā
عَمَّا
from what
যা হতে
yush'rikūna
يُشْرِكُونَ
they associate (with Him)
তারা শরীক করে

Transliteration:

Huwal-laahul-lazee laaa Ilaaha illaa Huwal-Malikul Quddoosus-Salaamul Muminul Muhaiminul-'aAzeezul Jabbaarul-Mutakabbir; Subhaanal laahi 'Ammaa yushrikoon (QS. al-Ḥašr:23)

English Sahih International:

He is Allah, other than whom there is no deity, the Sovereign, the Pure, the Perfection, the Grantor of Security, the Overseer, the Exalted in Might, the Compeller, the Superior. Exalted is Allah above whatever they associate with Him. (QS. Al-Hashr, Ayah ২৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তিনিই আল্লাহ যিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, তিনিই বাদশাহ, অতি পবিত্র, পূর্ণ শান্তিময়, নিরাপত্তা দানকারী, প্রতাপশালী, পর্যবেক্ষক, মহা পরাক্রমশালী, অপ্রতিরোধ্য, প্রকৃত গর্বের অধিকারী। তারা যাকে (তাঁর) শরীক করে তাত্থেকে তিনি পবিত্র, মহান। (আল হাশর, আয়াত ২৩)

Tafsir Ahsanul Bayaan

তিনিই আল্লাহ, যিনি ব্যতীত কোন (সত্য) উপাস্য নেই। তিনিই অধিপতি, পবিত্র, নিরবদ্য, নিরাপত্তা বিধায়ক, রক্ষক, পরাক্রমশালী, প্রবল, গর্বের অধিকারী। যারা তার শরীক স্থির করে, আল্লাহ তা হতে পবিত্র মহান।

Tafsir Abu Bakr Zakaria

তিনি আল্লাহ্‌, তিনি ছাড়া কোন সত্য ইলাহ নেই। তিনিই অধিপতি, মহাপবিত্র [১], শান্তি-ক্রটিমুক্ত, নিরাপত্তা বিধায়ক, রক্ষক, পরাক্রমশালী, প্রবল, অতীব মহিমান্বিত। তারা যা শরীক স্থির করে আল্লাহ্‌ তা হতে পবিত্র, মহান।

[১] মূল ইবারতে القدوس শব্দ ব্যবহৃত হয়েছে যা আধিক্য বুঝাতে ব্যবহৃত হয়। এর মূল ধাতু قدس । এর অর্থ সবরকম মন্দ বৈশিষ্ট মুক্ত ও পবিত্র হওয়া। [ইবন কাসীর, কুরতুবী]

Tafsir Bayaan Foundation

তিনিই আল্লাহ; যিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনিই বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তাদানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত, তারা যা শরীক করে তা হতে পবিত্র মহান।

Muhiuddin Khan

তিনিই আল্লাহ তিনি ব্যতিত কোন উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্ন?486;ীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা’ আলা তা থেকে পবিত্র।

Zohurul Hoque

তিনিই সেই আল্লাহ্ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, -- রাজাধিরাজ, মহাপবিত্র, প্রশান্তিদাতা, নিরাপত্তা-বিধায়ক, সুরক্ষক, মহাশক্তিশালী, মহামহিম, পরম গেরবান্নিত। সকল মহিমা আল্লাহ্‌র, তারা যা আরোপ করে তার বহু উর্ধ্বে।