Skip to content

কুরআন মজীদ সূরা আল হাদীদ আয়াত ২৪

Qur'an Surah Al-Hadid Verse 24

আল হাদীদ [৫৭]: ২৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

ۨالَّذِيْنَ يَبْخَلُوْنَ وَيَأْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ ۗوَمَنْ يَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيْدُ (الحديد : ٥٧)

alladhīna
ٱلَّذِينَ
Those who
যারা
yabkhalūna
يَبْخَلُونَ
are stingy
কৃপণতা করে
wayamurūna
وَيَأْمُرُونَ
and enjoin
ও নির্দেশ দেয়
l-nāsa
ٱلنَّاسَ
(on) the people
লোকদেরকে
bil-bukh'li
بِٱلْبُخْلِۗ
stinginess
কৃপণতার ব্যাপারে
waman
وَمَن
And whoever
এবং যে
yatawalla
يَتَوَلَّ
turns away
মুখ ফিরিয়ে নেয় (সে জেনে রাখুক)
fa-inna
فَإِنَّ
then indeed
তবে নিশ্চয়ই
l-laha
ٱللَّهَ
Allah
আল্লাহ্‌
huwa
هُوَ
He
তিনিই
l-ghaniyu
ٱلْغَنِىُّ
(is) Free of need
অভাবমুক্ত
l-ḥamīdu
ٱلْحَمِيدُ
the Praiseworthy
প্রশংসিত

Transliteration:

Allazeeena yabkhaloona wa yaamuroonan naasa bil bukhl; wa many yatawalla fa innal laaha Huwal Ghaniyyul Hameed (QS. al-Ḥadīd:24)

English Sahih International:

[Those] who are stingy and enjoin upon people stinginess. And whoever turns away – then indeed, Allah is the Free of need, the Praiseworthy. (QS. Al-Hadid, Ayah ২৪)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যারা কৃপণতা করে আর মানুষকে কৃপণতা করার আদেশ দেয় এবং যে ব্যক্তি (আল্লাহর পথ হতে) মুখ ফিরিয়ে নেয় (সে জেনে রাখুক) আল্লাহ অভাব মুক্ত, প্রশংসিত। (আল হাদীদ, আয়াত ২৪)

Tafsir Ahsanul Bayaan

যারা কার্পণ্য করে এবং মানুষকে কার্পণ্যের নির্দেশ দেয়; যে মুখ ফিরিয়ে নেয়[১] (সে জেনে রাখুক যে), নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।

[১] অর্থাৎ, আল্লাহর পথে ব্যয় করা থেকে। কেননা, প্রকৃত কার্পণ্য তো এটাই।

Tafsir Abu Bakr Zakaria

যারা কার্পণ্য করে ও মানুষকে কার্পণ্যের নির্দেশ দেয় এবং যে মুখ ফিরিয়ে নেয় সে জেনে রাখুক নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত, চির প্রশংসিত।

Tafsir Bayaan Foundation

যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয়, আর যে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ নিশ্চয় অভাবমুক্ত, সপ্রশংসিত।

Muhiuddin Khan

যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার প্রতি উৎসাহ দেয়, যে মুখ ফিরিয়ে নেয়, তার জানা উচিত যে, আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।

Zohurul Hoque

যারা কার্পণ্য করে, আর লোকেদেরও কার্পণ্যের নির্দেশ দেয়। আর যে কেউ ফিরে যায়, তবে নিশ্চয় আল্লাহ, তিনিই ধনবান, প্রশংসার্হ।