কুরআন মজীদ সূরা আল ওয়াক্বিয়া আয়াত ৯৪
Qur'an Surah Al-Waqi'ah Verse 94
আল ওয়াক্বিয়া [৫৬]: ৯৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَّتَصْلِيَةُ جَحِيْمٍ (الواقعة : ٥٦)
- wataṣliyatu
- وَتَصْلِيَةُ
- And burning
- ও দগ্ধকরণ
- jaḥīmin
- جَحِيمٍ
- (in) Hellfire
- জাহান্নামের
Transliteration:
Wa tasliyatu jaheem(QS. al-Wāqiʿah:94)
English Sahih International:
And burning in Hellfire. (QS. Al-Waqi'ah, Ayah ৯৪)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর (তার জন্য আছে) জাহান্নামের আগুনের দহন, (আল ওয়াক্বিয়া, আয়াত ৯৪)
Tafsir Ahsanul Bayaan
এবং জাহান্নাম প্রবেশ।
Tafsir Abu Bakr Zakaria
এবং দহন জাহান্নামের ;
Tafsir Bayaan Foundation
আর জ্বলন্ত আগুনে প্রজ্জ্বলনে।
Muhiuddin Khan
এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে।
Zohurul Hoque
এবং প্রবেশস্থল হবে ভয়ংকর আগুন!