কুরআন মজীদ সূরা আল ওয়াক্বিয়া আয়াত ৮৪
Qur'an Surah Al-Waqi'ah Verse 84
আল ওয়াক্বিয়া [৫৬]: ৮৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَاَنْتُمْ حِيْنَىِٕذٍ تَنْظُرُوْنَۙ (الواقعة : ٥٦)
- wa-antum
- وَأَنتُمْ
- And you
- এবং তোমরা
- ḥīna-idhin
- حِينَئِذٍ
- (at) that time
- সে সময়
- tanẓurūna
- تَنظُرُونَ
- look on
- তাকিয়ে থাকবে
Transliteration:
Wa antum heena'izin tanzuroon(QS. al-Wāqiʿah:84)
English Sahih International:
And you are at that time looking on – (QS. Al-Waqi'ah, Ayah ৮৪)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখ, (আল ওয়াক্বিয়া, আয়াত ৮৪)
Tafsir Ahsanul Bayaan
এবং তখন তোমরা তাকিয়ে থাক।[১]
[১] অর্থাৎ, আত্মাকে বের হতে দেখ, কিন্তু তা রোধ করার অথবা কোন উপকার করার ক্ষমতা রাখ না।
Tafsir Abu Bakr Zakaria
এবং তখন তোমরা তাকিয়ে থাক
Tafsir Bayaan Foundation
আর তখন তোমরা কেবল চেয়ে থাক।
Muhiuddin Khan
এবং তোমরা তাকিয়ে থাক,
Zohurul Hoque
এবং তোমরা যে-সময়ে তাকিয়ে থাকো,